এবার আটক হলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

এবার আটক হলেন সাবেক সিইসি হাবিবুল আউয়াল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৬২ বার দেখা হয়েছে
সাবেক সিইসি নূরুল হুদার পর গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আউয়াল, ছবি: নিউ এজ
সাবেক সিইসি নূরুল হুদার পর গ্রেপ্তার সাবেক সিইসি হাবিবুল আউয়াল, ছবি: নিউ এজ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে রোববার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এর আগে আরেক সাবেক সিইসি এ কে এম নুরুল হুদাকেও গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর থেকে একটি সূত্র হাবিবুল আউয়ালের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে যে, বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তার করেছে। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, ডিবির কোনো দল তাকে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেনি।

উল্লেখ্য, কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন ২০২৪ সালের জাতীয় নির্বাচন পরিচালনা করে ‘আমি-ডামি ভোট’ হিসেবে পরিচিতি লাভ করে, যেখানে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। ওই কমিশনের কার্যক্রম নিয়ে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল, বিশেষ করে ভোটের হার নিয়ে। নির্বাচনের দিন বিকেল ৩টা পর্যন্ত ২৭.১৫ শতাংশ ভোট পড়ার কথা জানানো হলেও, এক ঘণ্টার ব্যবধানে ভোটের হার ৪০ শতাংশে উন্নীত হয়েছে বলে উল্লেখ করা হয়। সিইসি কাজী হাবিবুল আউয়াল নিজেও প্রথমে ২৮ শতাংশ ভোট পড়ার কথা বলে পরে তা সংশোধন করে ৪০ শতাংশের কথা বলেন। এই ঘটনায় বিএনপি তার বিরুদ্ধে মামলা দায়ের করে। একই মামলায় অতীতের জাতীয় নির্বাচনে দায়িত্বে থাকা সিইসি এ কে এম নুরুল হুদা এবং এই তিন নির্বাচনে ‘জয়লাভ’ করা শেখ হাসিনাকেও অভিযুক্ত করা হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে প্রাণের ভয়ে হাবিবুল আউয়াল জনসমক্ষে আসছিলেন না।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT