কর ফাঁকির দায়ে আনচেলত্তির এক বছরের কারাদণ্ড তবে জেলে যেতে হবে না - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ULAB এর ওয়ার্কশপে BUPGAC এর গঠনমূলক অংশগ্রহণ আত্রাইয়ে জিপিএ-৫ প্রাপ্ত ১১৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ব্লগার ফারাবির জামিন মঞ্জুর ট্রাম্পের হুঁশিয়ারি: ইউক্রেন যুদ্ধ না থামালে পুতিনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যুদ্ধ বন্ধ না হলে সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য সাবেক আইজিপি মামুনের স্বীকারোক্তি: সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই বাংলাদেশি সাঁতারু – সাগর ও হিমেল রাশিয়ার উপকূলে ৮.৭ মাত্রার ভয়াবহ ভূমিকম্প, সুনামি সতর্কতায় কাঁপছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ যুক্তরাজ্যে বিমানে মুসলমান সেজে ‘জঙ্গী’ হবার চেষ্টা ভারতীয় বংশোদ্ভূত হিন্দুর! ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর, ছয় কেন্দ্রে হবে ভোটগ্রহণ

কর ফাঁকির দায়ে আনচেলত্তির এক বছরের কারাদণ্ড তবে জেলে যেতে হবে না

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে
আনচেলত্তি

বাংলাদেশের ফুটবল বিশ্বে আলো ছড়ানো ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি কর ফাঁকির দায়ে এক বছরের কারাদণ্ড পেয়েছেন। স্পেনের একটি আদালত ২০১৪ সালের সেই মামলায় আনচেলত্তিকে এই কঠোর শাস্তি দেন। ওই সময় তিনি রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

আনচেলত্তির বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি রিয়াল থেকে পাওয়া বেতনের তথ্য কর দপ্তরে জমা দিলেও ইমেজ স্বত্ব থেকে প্রাপ্ত প্রায় ১০ লাখ ইউরোর আয়ের তথ্য গোপন করেছিলেন। স্পেনের কর বিভাগ জানায়, এই আয় লুকানোর কারণে ২০২৪ সালের মার্চে আনচেলত্তির বিরুদ্ধে ৪ বছর ৯ মাসের কারাদণ্ড ও ৩২ লাখ ইউরো জরিমানা দাবি করে সরকার।

তবে আনচেলত্তি শুরু থেকেই নিজেকে নির্দোষ দাবি করেছেন। আদালত অবশ্য তার এই আপত্তি নাকচ করে সাজা দিয়েছে। স্পেনের আইনে অহিংস অপরাধে দুই বছরের কম কারাদণ্ডপ্রাপ্তরা সাধারণত জেলে যেতে হয় না। তাই আনচেলত্তিকে জেলখানায় যেতে হচ্ছে না। তার সাজা আইনি পর্যায়ে সীমাবদ্ধ থাকবে।

রিয়াল মাদ্রিদে দুইবার কোচিং করে আনচেলত্তি অসাধারণ সাফল্য অর্জন করেন। ২০১৩ সালে প্রথম দায়িত্ব নেওয়া আনচেলত্তি ২০১৫ সালে ক্লাব ছাড়লেও ২০২১ সালে আবার ফিরে এসে তিনবার চ্যাম্পিয়ন্স লিগসহ নানা শিরোপা জেতান।

বিশ্বের বিভিন্ন শীর্ষ ক্লাবে সফল কোচিং শেষে ২০২৫ সালের মে মাসে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে যোগ দেন তিনি।

স্পেনে ফুটবল তারকাদের কর ফাঁকির অভিযোগ নতুন কিছু নয়। লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, দিয়েগো কস্তার মতো তারকারাও এর আগে আইনি জটিলতায় জড়িয়েছেন। কেউ জরিমানা দিয়ে মামলা মিটিয়েছেন, কেউ লড়াই চালিয়ে নিজেকে রক্ষা করেছেন।

রিয়ালের বর্তমান কোচ শাবি আলোনসোও কর ফাঁকির অভিযোগ থেকে আইনি লড়াইয়ে মুক্তি পেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন আনচেলত্তিও।

ফুটবল জগতে নাম তারকাদের হলেও কর আইনে কেউ অসাধারণ নয়। এই ঘটনার মাধ্যমে আরও একবার ফুটবল ও আইনের জটিল সম্পর্ক সামনে এসেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT