বুটেক্স বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাকিবুল–সম্পাদক রাইহান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

বুটেক্স বিজনেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রাকিবুল–সম্পাদক রাইহান

রিফাত খান ইমন, বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বিজনেস ক্লাবের ২০২৫–২৬ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হয়ে উঠবে বলে আশাবাদ প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি ও সম্পাদক।

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) বিজনেস ক্লাবের ২০২৫–২৬ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আশরাফুল হক রাইহান।

শনিবার (৪ অক্টোবর) রাতে ক্লাবের মডারেটর ও ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ আব্বাস উদ্দীন আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সহ–সভাপতির দায়িত্বে রয়েছেন নাজমুস সাকিব অয়ন, অন্বয় দেবনাথ, মো. আবু রায়হান প্রান্ত, অর্পন সাহা, তাসমিয়া বিনতে ফাইজুর, হায়াতুন বিনতে হাই ত্বোয়া, জুবায়ের আল মাহমুদ, মোহাম্মদ সাজ্জাদুর রহমান, সৌমিক হাসান তরফদার, এস.এম. মুনতাসির ও মুশফিক আহমেদ।

দায়িত্ব পাওয়ার পর সভাপতি রাকিবুল ইসলাম বলেন,
“বুটেক্স বিজনেস ক্লাব আমার জন্য শুধু একটি সংগঠন নয়, এটি নেতৃত্ব বিকাশ ও পেশাগত উন্নয়নের এক বিশাল ক্ষেত্র। এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। আমরা চেষ্টা করব ক্লাবের প্রতিটি কার্যক্রমে নতুন চিন্তা, পেশাগত প্রস্তুতি ও টিমওয়ার্কের সংস্কৃতি আরও দৃঢ় করতে।”

তিনি আরও বলেন, “আগের কমিটির অর্জনের ওপর ভিত্তি করে আমরা কাজ এগিয়ে নিয়ে যাব, যাতে বুটেক্স বিজনেস ক্লাব দেশের অন্যতম সফল শিক্ষার্থী সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পায়।”

সাধারণ সম্পাদক আশরাফুল হক রাইহান বলেন,
“এই দায়িত্ব আমার জন্য এক বড় সম্মান ও চ্যালেঞ্জ। আমরা প্রতিটি কার্যক্রমে সৃজনশীলতার ছোঁয়া আনতে চাই। আমাদের টিমওয়ার্কই হবে সাফল্যের মূল চাবিকাঠি।”

তিনি আরও যোগ করেন, “আমরা চাই বুটেক্স বিজনেস ক্লাব এমন এক প্ল্যাটফর্মে পরিণত হোক, যেখান থেকে ভবিষ্যতের উদ্যোক্তা ও ব্যবসায়িক নেতারা তৈরি হবে।”

প্রসঙ্গত, প্রতিষ্ঠার পর থেকেই বুটেক্স বিজনেস ক্লাব শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও বাস্তব ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে। ‘টেক্সবিজ’, ‘টেক্সপ্রেস’সহ বিভিন্ন প্রতিযোগিতা, সেমিনার, ওয়ার্কশপ ও প্রশিক্ষণ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সংগঠনটি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT