দলের সদস্যরা হলেন— মো. জুনায়দুল ইসলাম, সোলায়মান রাফি, কাজী জাহিদ হাসান এবং নাফিজা নাসরিন স্বর্ণা। তারা “Social Science & Global Impact” থিমের অধীনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। মৌখিক উপস্থাপনা পর্বে (Oral Presentation), বোর্ড নং ২০-এ প্রদর্শিত তাদের কাজ নির্বাচিত হয় চূড়ান্ত পর্বের জন্য।
গত ৭ই সেপ্টেম্বর (শনিবার) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তারা গবেষণা উপস্থাপন করেন। বিচারকরা তাদের উপস্থাপনাকে সেরা হিসেবে ঘোষণা করে প্রদান করেন “Best Paper Presentation Award”।
দলের সদস্যরা জানান, “রাজশাহীর মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বিইউপির প্রতিনিধিত্ব করতে পারা আমাদের জন্য এক গর্বের বিষয়। এটি নিঃসন্দেহে আমাদের একাডেমিক জীবনের এক অনন্য মাইলফলক।”
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে দেশি-বিদেশি বহু শিক্ষার্থী ও গবেষক অংশগ্রহণ করেন।