
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর দুর্যোগ ব্যবস্থাপনা ও সহনশীলতা বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থী মহিমা রহমান ‘গ্রিন ভয়েসেস মাস্টার বুটক্যাম্প ২০২৫’ এ ‘আইডিয়া চ্যাম্পিয়ন’ খেতাব অর্জন করেছেন। তাঁর উদ্যোগ ‘সুগার সাইকেল’ দেশের ৮০টি প্রস্তাবনার মধ্যে থেকে নির্বাচিত হয়ে বিজয়ী পাঁচটি প্রকল্পের একটি হিসেবে স্থান পেয়েছে এবং পেয়েছে ১ লাখ টাকা প্রারম্ভিক অর্থ সহায়তা।
দ্য আর্থ আয়োজিত এই বুটক্যাম্পে সহযোগিতা করেছে দ্য এশিয়া ফাউন্ডেশন এবং নেদারল্যান্ডস দূতাবাস। পরিবেশ ও সামাজিক অন্তর্ভুক্তিমূলক চিন্তার বিকাশে এ আয়োজনটি দেশের উদীয়মান তরুণদের পরিবেশবান্ধব উদ্যোগে উৎসাহ জোগায়।
মহিমার প্রকল্প ‘সুগার সাইকেল’ আখের বর্জ্য পুনঃব্যবহার করে পরিবেশবান্ধব শিল্পকর্ম তৈরি করে এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে কাজ করে। এ প্রকল্পে সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশসচেতনতার দুর্দান্ত সম্মিলন ঘটেছে।
এই সাফল্য মহিমা রহমানের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং টেকসই উন্নয়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের প্রতি তাঁর অঙ্গীকারকে তুলে ধরে। তাঁর এই অর্জন দেশের যুব-নেতৃত্বাধীন জলবায়ু উদ্যোগগুলোর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।