আজ পাস হচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত

আজ পাস হচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০৮ বার দেখা হয়েছে

২২ জুন ২০২৫

আজ রোববার পাস হচ্ছে ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ঘোষিত ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার এ বাজেটের মূল কাঠামো অপরিবর্তিত থাকলেও কয়েকটি খাতে সামান্য পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ফ্ল্যাট বা ভবন নির্মাণে অপ্রদর্শিত অর্থ (কালোটাকা) ব্যবহারের সুযোগটি বাদ দেওয়া হতে পারে। এছাড়া সোনার আংটি কেনা ও কর্নিয়া স্থাপনসহ যেসব খাতে ৫ শতাংশ হারে কর নির্ধারিত ছিল, সেগুলোর ওপর থেকে কর তুলে নেওয়া হতে পারে।

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বাজেট অনুমোদন পাবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বৈঠকে বাজেট ছাড়াও ২০২৪-২৫ অর্থবছরের সম্পূরক বাজেট, নির্দিষ্টকরণ অধ্যাদেশ এবং অর্থ অধ্যাদেশ-২০২৫ সংশোধনের প্রস্তাব উপস্থাপন করা হবে। এসব প্রস্তাবের মধ্যে দুটি এরই মধ্যে আইনি যাচাই-বাছাই (ভেটিং) পেরিয়েছে, কেবল অনুমোদন বাকি রয়েছে।

গত ২ জুন টেলিভিশনের মাধ্যমে নতুন বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। চলতি অর্থবছরের তুলনায় ৭ হাজার কোটি টাকা কমিয়ে বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এনবিআরকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৩ দশমিক ৬ শতাংশ।

এই বাজেটের মাধ্যমে ৫ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে কালোটাকা বৈধ করার সুযোগ রাখার প্রস্তাব নিয়ে বিতর্কের মুখে সেই অংশটি বাদ পড়ার সম্ভাবনা রয়েছে।

উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে মূল বাজেট ছাড়াও চলতি বছরের সম্পূরক বাজেট অনুমোদনের কথা রয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT