বুধবার (২১ মে) রাতে সাড়ে ১১টার দিকে উপজেলার রহমতপুর গাটিয়ারভিটা ও শ্রীরামপুর সীমান্ত দিয়ে এই পুশইন কার্যক্রম চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।
স্থানীয় সূত্র জানায়, গাটিয়ারভিটা সীমান্ত দিয়ে প্রবেশের পর তারা হেঁটে পাটগ্রামের দিকে আসছিলেন। নতুন বাজার এলাকায় পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে তারা আটকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা স্বীকার করেন যে, বিএসএফ তাদের ভারতে আটক করে সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা এসে তাদের নিজেদের হেফাজতে নেয়।
একই রাতে শ্রীরামপুর সীমান্ত দিয়ে আসা অন্যদেরও স্থানীয় লোকজন ধরে একজনের বাড়িতে নিয়ে যান। তারা জানান, অনেক দিন ধরেই ভারতে বসবাস করছিলেন। হঠাৎ করে ভারতীয় প্রশাসন তাদের ধরে এনে সীমান্তে এনে ফেলে দেয়।
ওসি মিজানুর রহমান জানান, ১১ নারী, ৭ শিশু ও ২ পুরুষ বর্তমানে থানার হেফাজতে রয়েছেন। তাদের পরিচয় যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।