বালিয়াকান্দি উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের উদ্যগে জুলাই বিপ্লবের এক বছর পূর্তি উপলক্ষ্যে গণঅভূর্থান দিবসে বিজয় র্যালি বের করে। ৫ আগষ্ট মঙ্গলবার বিকালে বালিয়াকান্দি স্টেডিয়াম মাঠ হতে র্যালিটি বের হয়ে বালিয়াকান্দি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বালিয়াকান্দি চৌরাঙ্গী মোড়ে সমবেত হয়ে বিজয় র্যালির সভায় বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক খোন্দকার মশিউল আজম চুন্নু, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এসএম মিজানুর রহমান বেলাল, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর মনিরুজ্জামান বাবু, উপজেলা, সাবেক সহসভাপতি রফিকুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, উপজেলা যুবদলের আহবায়ক মিজানুর রহমান মিজান, সদস্য সচিব কামরুজ্জামান কামরুল প্রমূখ। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।