আটক ব্যক্তির নাম নূর মোহাম্মদ (৪৯)। তিনি টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়ার বাসিন্দা এবং বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।
বিজিবি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা তল্লাশি অভিযান চালান। একটি প্রাইভেটকার থামিয়ে যাত্রী নূর মোহাম্মদকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি নিজেই স্বীকার করেন যে তার পায়ুপথে মাদক রয়েছে।
পরে তার দেহ থেকে দুটি বায়ুবিরোধী প্যাকেট বের করে গুনে দেখা হয়, তাতে ২ হাজার ইয়াবা ট্যাবলেট রয়েছে। জিজ্ঞাসাবাদে নূর মোহাম্মদ জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন।
এদিকে বিএনপির টেকনাফ সদর ইউনিয়ন সভাপতি আবদুল গফুর বলেন, দীর্ঘদিন আগে মৌখিকভাবে নূর মোহাম্মদকে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে মাদকসহ আটক হওয়ার খবর পাওয়ার পরপরই তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।