পরীক্ষায় অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বেরোবির দুই শিক্ষকের বিরুদ্ধে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

পরীক্ষায় অনিয়ম ও অসদাচরণের অভিযোগ বেরোবির দুই শিক্ষকের বিরুদ্ধে

মোঃ রবিউল ইসলাম, ক্যাম্পাস প্রতিনিধি, বেরোবি।
  • আপডেট সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৭৩ বার দেখা হয়েছে

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পরিসংখ্যান বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে অসদাচরণ ও পরিক্ষা নিয়ে অনিয়ম করার অভিযোগ উঠেছে।

বিষয়টি নিয়ে মঙ্গলবার (১৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দুই শিক্ষক অধ্যাপক ড. মোঃ রশীদুল ইসলাম এবং সহকারী অধ্যাপক অতুল চন্দ্র সিংহ এর বিরুদ্ধে অভিযোগ এনে একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামাণিকের কাছে উপাচার্য বরাবর অভিযোগপত্র জমা দেন।

অভিযোগপত্রে শিক্ষার্থীরা উল্লেখ করেন,আমাদের Multivariate Analysis (STAT 4201) এর কোর্সের শিক্ষক অতুল চন্দ্র সিংহ (সহকারী অধ্যাপক), স্যার এর শ্রেণিকক্ষে পাঠ্য বিষয়ের সাথে পরীক্ষার প্রশ্নপত্রের কোনো সাদৃশ্য ছিল না। এ কারণে মিড সেমিস্টার পরিক্ষায় সবাই ২৫ এর মধ্যে গড়ে মাত্র ৫ মার্ক পেয়েছি। সেই সাথে তিনি কন্টিনিউয়াস ফাইনাল পরীক্ষা হওয়ার পর (১৯ মার্চ,২৫) ফল প্রকাশ করেছেন কিন্তু সেখানে তারিখ দিয়েছেন পরীক্ষার আগের। ২৫ ফেব্রুয়ারী, ২৪) যা পুরোপুরি কল্পিত অসৎ উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করে। থিওরি ও ল্যাবের প্রশ্নপত্র এমনভাবে প্রণয়ন করেছে যে কোনো শিক্ষার্থীই লিখতে পারেনি। অথচ উনি উনার প্রিয় শিক্ষার্থীদের (২/৩ জন) অস্বাভাবিকভাবে নম্বর বেশী দিয়েছেন। আমাদের ৪.২ এর ফলাফলে অকৃতকার্য ও নেতিবাচক প্রভাব পড়বে বলে অনেক আগে থেকেই মানসিক চাপ তৈরী করা হয়েছে বিভিন্ন সময়ে’’।

কারণ হিসেবে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দেশ সংস্কার ’ সংক্রান্ত পোষ্ট ও লেখালেখিসহ বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকে কেন্দ্র করে সহকারী অধ্যাপক অতুল চন্দ্র সিংহ ক্ষোভ প্রকাশ করেন, যা তার রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ।

শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন,STAT 4202 কোর্সের শিক্ষক অধ্যাপক মোঃ রশিদুল ইসলাম কন্টিনিয়াস মার্ক প্রকাশে দীর্ঘসূত্রিতা,মানসিক চাপ প্রয়োগ এবং নারী শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক কার্যকলাপ ও বিভাগীয় প্রধান হওয়ার জন্য আমাদেরকে আন্দোলনে নামার উস্কানি প্রদান করে। এছাড়া জুলাই আন্দোলন পরবর্তী সময়ে বিভাগের ছাত্রসংসদ নির্বাচনের দাবির সাথে শিক্ষার্থীদের সংশ্লিষ্টতা থাকলে তাদের চিহ্নিত করে হুমকি, মানসিক নির্যাতন ও পরিক্ষা চলাকালীন সময়ে বিভিন্নভাবে হেনস্তা করেন।
শিক্ষার্থীরা দাবি করেন,চতুর্থ বর্ষের পরীক্ষা কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন এবং সংশ্লিষ্ট শিক্ষকদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

অভিযোগের প্রসঙ্গে অভিযুক্ত অধ্যাপক ড. মো. রশীদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ উঠানো হচ্ছে তার সবই ভিত্তিহীন ও বানোয়াট। আর আমি যে তাদের পরীক্ষার হলে কীভাবে হেনস্তা করেছি সেটাও বুঝতে পারছি না।

রশীদ আরও বলেন, আমার বিভাগীয় প্রধান নিয়োগ দেওয়া হয়েছে আইনের ব্যত্যয় ঘটিয়ে। আমি তার বিরুদ্ধে কথা বলার পাশাপাশি ভিসি স্যারকে লিখিত দিয়েছি। এটা নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আমি কোনো ধরনের বাজে আচরণ করিনি। এরপরও কেউ যদি এমন বলে থাকে তবে তা ভিত্তিহীন। এ সময়, ফাইনাল পরীক্ষার আগে কন্টিনিউয়াস নম্বর না দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বল্প সময়ের কারণে বিভাগের অনেক শিক্ষকই তা দেননি বলে দাবি করেন তিনি।

অপর অভিযুক্ত শিক্ষক অতুল চন্দ্র সিংহ বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে এগুলো সম্পূর্ণরূপে ভিত্তিহীন ও বানোয়াট। তারা যে অভিযোগটি করেছে সেটি হল মিড পরীক্ষায় আমি সিলেবাসের বাইরে গিয়ে প্রশ্ন করেছি, এটি সঠিক নয়। আমি তাদেরকে একটি বই পড়িয়েছিলাম সেই বই থেকেই প্রশ্ন করেছি।

অন্য দিকে, বিশেষ কিছু শিক্ষার্থীকে নম্বর বেশি দেওয়ার যে অভিযোগ শিক্ষার্থীরা করেছেন তাকে তাদের ভুল ধারণা বলে উল্লেখ করেন অতুল। তিনি বলেন, তারা মনে করে আমার প্রজেক্ট গ্রুপে যেসব শিক্ষার্থী রয়েছে আমি তাদের বেশি নম্বর দিয়েছি।

জুলাই আন্দোলন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘দেশ সংস্কার’ বিষয়ক লেখালেখির কারণে রাজনৈতিক প্রতিহিংসাবশত শিক্ষার্থীদের উপর ক্ষোভ প্রকাশ করার বিষয়ে জানতে চাইলে বলেন, “রাজনৈতিক প্রতিহিংসাবশত শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করব এটি সজ্ঞানে আমার করার কথা না। আন্দোলনের সময় আমি তাদের পক্ষে ছিলাম এবং যেকোনো যৌক্তিক দাবির পক্ষে আমি থাকি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ দপ্তরের উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ প্রামানিক বলেন, “আমি অভিযোগপত্রটি হাতে পেয়েছি। বিষয়টি আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের সঙ্গে অভ্যন্তরীণভাবেই আলোচনার পরামর্শ দিয়েছি। এতে কোনো ফল না এলে আমরা পরবর্তী পদক্ষেপ নেওয়া ব্যবস্থা করব ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT