আফগানিস্তানে মানবিক চিকিৎসা সেবা প্রদান করতে কাবুলে পৌঁছেছেন বাংলাদেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। ক্লেফ্ট লিপ ও ক্লেফ্ট প্যালেট সমস্যায় ভোগা ১২০ জন শিশুর জন্য ৮ দিনের এই বিশেষ সার্জারি মিশনে নেতৃত্ব দিচ্ছেন আল মারকাজুল ইসলামী (এএমআই)-এর প্রধান হামজা শহিদুল ইসলাম। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির আমন্ত্রণে এই মিশনে অংশ নিয়েছে দলটি।
রবিবার (১৮ মে) কাবুলে অবস্থিত আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় হাসপাতালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শহিদুল ইসলাম বলেন, “ভবিষ্যতে, ইনশাআল্লাহ, আমরা আরও একটি ক্যাম্প স্থাপন করার পরিকল্পনা করছি যেখানে এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হবে, এবং আমরা আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় হৃদরোগের সার্জারিও করার ইচ্ছা পোষণ করছি।”
আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মুদাসসির হামরাজ জানান, “এই সফরের লক্ষ্য হচ্ছে ১২০ জন শিশুর অস্ত্রোপচার সম্পন্ন করা, এবং চিকিৎসক দলটি প্রতিদিন ১০ থেকে ১৩ জন রোগীর সার্জারি করছেন।”
প্রসঙ্গত, বাংলাদেশি এই চিকিৎসক দলটি এর আগেও আফগানিস্তানে চিকিৎসা মিশনে অংশ নিয়েছিল। গত বছরের সেই সফরে ক্লেফ্ট সমস্যা নিয়ে ভোগা ৮৫ জন শিশুর সফল অস্ত্রোপচার করেছিলেন তারা।
এ ধরনের আন্তর্জাতিক মানবিক উদ্যোগে বাংলাদেশি চিকিৎসকদের অংশগ্রহণ বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।