আফগানিস্তানে বাংলাদেশি চিকিৎসকদের মানবিক মিশন: ১২০ শিশুর মুখগহ্বর সার্জারি বিনামূল্যে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লিখছে এআই, ঘুমাচ্ছে মস্তিষ্ক নবীজিকে কটূক্তির অভিযোগে বাবা-ছেলে আটক, উত্তপ্ত লালমনিরহাট সৌন্দর্যবর্ধন প্রকল্পের পর্যালোচনায় ১৪ সদস্যের কমিটি গঠন নজরুল বিশ্ববিদ্যালয়ে যুদ্ধের বাজি খেলায় ট্রাম্প: বিজয় না বিপর্যয়? অ্যাকাডেমিক ও প্রশাসনিক সংস্কারসহ ১২৫ দফা রাবি ছাত্রশিবিরের ইরানে হামলায় যুক্তরাষ্ট্রে তীব্র প্রতিক্রিয়ার মুখে ট্রাম্প ভারতে নারীদের একাকী ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র আকাশপথে আঘাত, পাতালে প্রতিরোধ: ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের এক বিপজ্জনক সন্ধিক্ষণ মার্কিন হামলার পরও তেজস্ক্রিয়তা বাড়েনি: জাতিসংঘ পরমাণু সংস্থা (IAEA) ইউএস নিউজ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে রাবির বড় অগ্রগতি

আফগানিস্তানে বাংলাদেশি চিকিৎসকদের মানবিক মিশন: ১২০ শিশুর মুখগহ্বর সার্জারি বিনামূল্যে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৭৮ বার দেখা হয়েছে

আফগানিস্তানে মানবিক চিকিৎসা সেবা প্রদান করতে কাবুলে পৌঁছেছেন বাংলাদেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। ক্লেফ্ট লিপ ও ক্লেফ্ট প্যালেট সমস্যায় ভোগা ১২০ জন শিশুর জন্য ৮ দিনের এই বিশেষ সার্জারি মিশনে নেতৃত্ব দিচ্ছেন আল মারকাজুল ইসলামী (এএমআই)-এর প্রধান হামজা শহিদুল ইসলাম। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির আমন্ত্রণে এই মিশনে অংশ নিয়েছে দলটি।

রবিবার (১৮ মে) কাবুলে অবস্থিত আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় হাসপাতালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শহিদুল ইসলাম বলেন, “ভবিষ্যতে, ইনশাআল্লাহ, আমরা আরও একটি ক্যাম্প স্থাপন করার পরিকল্পনা করছি যেখানে এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হবে, এবং আমরা আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় হৃদরোগের সার্জারিও করার ইচ্ছা পোষণ করছি।”

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মুদাসসির হামরাজ জানান, “এই সফরের লক্ষ্য হচ্ছে ১২০ জন শিশুর অস্ত্রোপচার সম্পন্ন করা, এবং চিকিৎসক দলটি প্রতিদিন ১০ থেকে ১৩ জন রোগীর সার্জারি করছেন।”

প্রসঙ্গত, বাংলাদেশি এই চিকিৎসক দলটি এর আগেও আফগানিস্তানে চিকিৎসা মিশনে অংশ নিয়েছিল। গত বছরের সেই সফরে ক্লেফ্ট সমস্যা নিয়ে ভোগা ৮৫ জন শিশুর সফল অস্ত্রোপচার করেছিলেন তারা।

এ ধরনের আন্তর্জাতিক মানবিক উদ্যোগে বাংলাদেশি চিকিৎসকদের অংশগ্রহণ বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT