আফগানিস্তানে বাংলাদেশি চিকিৎসকদের মানবিক মিশন: ১২০ শিশুর মুখগহ্বর সার্জারি বিনামূল্যে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বায়োইনফরমেটিক্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত কুবিতে ভর্তি পরীক্ষার দিন বন্ধ থাকবে গ্যাস সরবরাহ, ভোগান্তির আশঙ্কা নানিয়ারচরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কুবি ভর্তি পরীক্ষার কেন্দ্রে অভিভাবক প্রবেশে নিষেধাজ্ঞা শিক্ষক নিয়োগ বোর্ড ঠেকাতে ইবি বিভাগের সভাপতিকে অপহরণের অভিযোগ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের রাজ্যসভায় শোকপ্রস্তাব সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ব্যারিস্টার নাজির আহমদকে সংবর্ধনা কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের নতুন প্রভোস্ট ড. জনি আলম বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি পাঠাল পিসিবি জঙ্গল ছলিমপুরে সন্ত্রাসী তাণ্ডব, র‍্যাবের ডিএডি নিহত

আফগানিস্তানে বাংলাদেশি চিকিৎসকদের মানবিক মিশন: ১২০ শিশুর মুখগহ্বর সার্জারি বিনামূল্যে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১৭ বার দেখা হয়েছে

আফগানিস্তানে মানবিক চিকিৎসা সেবা প্রদান করতে কাবুলে পৌঁছেছেন বাংলাদেশের একদল বিশেষজ্ঞ চিকিৎসক। ক্লেফ্ট লিপ ও ক্লেফ্ট প্যালেট সমস্যায় ভোগা ১২০ জন শিশুর জন্য ৮ দিনের এই বিশেষ সার্জারি মিশনে নেতৃত্ব দিচ্ছেন আল মারকাজুল ইসলামী (এএমআই)-এর প্রধান হামজা শহিদুল ইসলাম। আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির আমন্ত্রণে এই মিশনে অংশ নিয়েছে দলটি।

রবিবার (১৮ মে) কাবুলে অবস্থিত আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় হাসপাতালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচারের এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শহিদুল ইসলাম বলেন, “ভবিষ্যতে, ইনশাআল্লাহ, আমরা আরও একটি ক্যাম্প স্থাপন করার পরিকল্পনা করছি যেখানে এক হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হবে, এবং আমরা আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় হৃদরোগের সার্জারিও করার ইচ্ছা পোষণ করছি।”

আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র মুদাসসির হামরাজ জানান, “এই সফরের লক্ষ্য হচ্ছে ১২০ জন শিশুর অস্ত্রোপচার সম্পন্ন করা, এবং চিকিৎসক দলটি প্রতিদিন ১০ থেকে ১৩ জন রোগীর সার্জারি করছেন।”

প্রসঙ্গত, বাংলাদেশি এই চিকিৎসক দলটি এর আগেও আফগানিস্তানে চিকিৎসা মিশনে অংশ নিয়েছিল। গত বছরের সেই সফরে ক্লেফ্ট সমস্যা নিয়ে ভোগা ৮৫ জন শিশুর সফল অস্ত্রোপচার করেছিলেন তারা।

এ ধরনের আন্তর্জাতিক মানবিক উদ্যোগে বাংলাদেশি চিকিৎসকদের অংশগ্রহণ বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT