বার্সেলোনায় বাংলাদেশিদের ফুটবল ফাইনাল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বুটেক্স স্পিনার্স ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল ‘স্পিনার্স ফিয়েস্তা ৩.০’ বছরজুড়ে ডেঙ্গুর হুমকি: টিকা আবিষ্কার হলেও কেন এখনো বাংলাদেশে ব্যবহার হচ্ছে না? ১৩ নভেম্বর ঘিরে নিরাপত্তা জোরদার, সারাদেশে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী শৃঙ্খলা ভঙ্গের দায়ে রাবি জিয়া পরিষদের সভাপতির পদ হারালেন অধ্যাপক এনামুল  দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা

বার্সেলোনায় বাংলাদেশিদের ফুটবল ফাইনাল

সালমান বক্স, স্পেন প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে

ভয়েস অব বার্সেলোনা ও সান্তা কোলোমা শাখার যৌথ আয়োজনে ১ জুলাই শুরু হচ্ছে দ্বিতীয় ক্যাশমানি ফুটসাল টুর্নামেন্ট

আগামী ১ জুলাই পর্দা উঠছে ভয়েস অব বার্সেলোনা এবং ভয়েস অব বার্সেলোনা সান্তা কোলোমা শাখার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ক্যাশমানি ফুটসাল ফুটবল টুর্নামেন্টের।

প্রথম সেমিফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়, যেখানে মুখোমুখি হবে মিলন-আতিক বিসিএন ও সিলেট স্ট্রাইকারস।
এরপর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে সান্তা কোলোমা এফসি এবং সিলেটের আরেক দল ব্রাদার্স ইউনাইটেড।

দুই সেমিফাইনাল শেষে অনুষ্ঠিত হবে ফাইনাল এবং তার পরপরই পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উল্লেখযোগ্যভাবে, চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে একটি ট্রফি এবং নগদ ১৫০০ ইউরো, আর রানারআপ দল পাবে একটি ট্রফি ও নগদ ১০০০ ইউরো।

ভয়েস অব বার্সেলোনার সভাপতি ফয়ছল আহমেদ জানান, “আমরা এই টুর্নামেন্ট আয়োজন করেছি মূলত প্রবাসী যুব সমাজকে খারাপ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ও খেলাধুলার প্রতি উৎসাহিত করতে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।” তিনি বার্সেলোনায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিদের মাঠে এসে খেলা উপভোগ করার আহ্বান জানান।

সিলেট স্ট্রাইকারস দলের মিডফিল্ডার মারুফ আহমেদ বলেন, “চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে আমরা মাঠে নামবো। সবার দোয়া চাই।”

স্থানীয় কমিউনিটিতে খেলাধুলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন বার্সেলোনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT