বাংলাদেশি শিক্ষার্থী মো. আদিব ফারহান (২০) গত রোববার ভোরে দক্ষিণ অস্ট্রেলিয়ার নিউক্যাসলে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ফেনীর ফুলগাজী উপজেলার জগতপুর গ্রামের মোশারফ হোসেনের ছেলে। ঢাকার নাখালপাড়ায় পরিবারের সঙ্গে বসবাসরত আদিব ছয় মাস আগে উচ্চশিক্ষার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যান।
দুর্ঘটনাটি স্থানীয় সময় সকাল ৬টার দিকে ঘটে। আদিব তিন বন্ধুর সঙ্গে প্রাতরাশের উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। ঘটনায় আদিব ও অপর এক শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যান, বাকি দুজন বর্তমানে চিকিৎসাধীন।
আদিবের চাচা আবুল হাসনাত জানান, তিনি পরিবারের বড় সন্তান ছিলেন এবং সম্প্রতি দুই মাস আগে দেশে ছুটিতে এসেছিলেন। দুর্ঘটনার পর তার মা বারবার অজ্ঞান হয়ে পড়ছেন এবং বাবা শোকের কারণে বাকরুদ্ধ। পরিবার মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে জরুরি সহায়তা চেয়েছে।
এই শোকাবহ ঘটনায় বাংলাদেশে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান শোক প্রকাশ করেছে।