নাসার ৩-লাখ ডলারের গবেষণা অনুদান পেলেন বাংলাদেশি বিজ্ঞানী সেলিম হাবিব - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাকসু নির্বাচনের প্রচারণার শেষ দিন আজ, পরশু ভোটগ্রহণ তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম–সাইদুল সড়ক সংস্কার ও রেলপথ চালুর দাবিতে উপাচার্য বরাবর ইবি ছাত্রদলের স্মারকলিপি প্রদান গাছের সুরক্ষায় গ্রীন ভয়েস সদস্যদের হাতে পাঁচ প্রকার সামগ্রী প্রদান করলেন অধ্যক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি আবেদন শুরু ২৯ অক্টোবর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল সেবার সময় রাত ৮টা পর্যন্ত বাড়ানো হলো রাবিতে নবীনবরণ: শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে যুক্তি ও শৃঙ্খলার আহ্বান উপাচার্যের জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী

নাসার ৩-লাখ ডলারের গবেষণা অনুদান পেলেন বাংলাদেশি বিজ্ঞানী সেলিম হাবিব

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২৫৭ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত বাংলাদেশি প্রকৌশলী ও শিক্ষক ড. মো. সেলিম হাবিব (লিম হাবিব) যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)-এর রিসার্চ ইনিশিয়েটিভ এওয়ার্ড (RIA) অর্জন করেছেন। এই অনুদানের পরিমাণ তিন লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ টাকা। এই অনুদান তাঁর নেতৃত্বে পরিচালিত একটি গবেষণা প্রকল্পে ব্যয় হবে, যার বিষয়বস্তু হচ্ছে নতুন প্রজন্মের  অপটিকাল ফাইবার ও সেন্সর প্রযুক্তি।

ড. হাবিব নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন:

Alhamdulillah (الحمد لله).
Just officially received the news from NASA that I have been awarded one of the prestigious and highly competitive NASA Research Initiation Award (RIA) grant of $300K to support cutting-edge research on next-generation optical fibers and sensors. As part of this project, I am looking for a highly motivated Ph.D. student with a Master’s degree in Electrical Engineering/Photonics, or a related field. Prior experimental experience in optics and photonics is highly desirable. This is a unique opportunity to work on impactful, NASA-supported research project.
More details will be shared soon.”

এই গবেষণা প্রকল্পে একজন পিএইচডি শিক্ষার্থীকে যুক্ত করতে তিনি আহ্বান জানিয়েছেন, যিনি তড়িৎ প্রকৌশল বা ফোটনিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং যন্ত্রনির্ভর আলো ও আলোকতন্ত্র বিষয়ে পরীক্ষামূলক অভিজ্ঞতাসম্পন্ন।

নাসা-সমর্থিত এই প্রকল্পটি ভবিষ্যতের মহাকাশ যোগাযোগ, সেন্সিং এবং তথ্য আদান-প্রদান প্রযুক্তিতে বিপ্লব ঘটাতে পারে। গবেষণাটি যেমন প্রযুক্তিগতভাবে যুগান্তকারী, তেমনি এটি একজন বাংলাদেশি গবেষকের আন্তর্জাতিক প্রতিষ্ঠানে উচ্চ পর্যায়ের সম্পৃক্ততার এক উজ্জ্বল নিদর্শন।

ড. হাবিব বর্তমানে ফ্লোরিডা প্রযুক্তি প্রতিষ্ঠানের তড়িৎ প্রকৌশল বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ইউনিভার্সিটি অফ ডেনমার্ক (DTU) থেকে ২০১৭ সালে পিএইচডি সম্পন্ন করেন। এর আগে তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (RUET) থেকে ২০০৯ সালে স্নাতক এবং ২০১২ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পিএইচডির পর তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে পোস্টডক গবেষক হিসেবে কাজ করেন, যেখানে তিনি অতিদ্রুত আলোকতন্ত্র, শক্তিশালী আলো ও গহ্বরযুক্ত তন্তুর প্রযুক্তি নিয়ে গবেষণা করেন। পরে ফ্লোরিডা পলিটেকনিক বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।

গবেষণা, সম্পাদনা ও বৈজ্ঞানিক লেখালেখিতে তাঁর ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তিনি ‘অ্যাপ্লায়েড অপটিক্স’ ও ‘আইট্রিপলই অ্যাকসেস’ নামক আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকীর সম্পাদনা পরিষদের সদস্য। তাঁর গবেষণা নিবন্ধ ও বক্তৃতা ইতোমধ্যে বিশ্বজুড়ে প্রকাশিত হয়েছে।

ড. হাবিবের এই অনুদানপ্রাপ্তি শুধুমাত্র ব্যক্তিগত গৌরব নয়, এটি বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গনের জন্য এক অসামান্য অর্জন। তাঁর গবেষণা যাত্রা প্রমাণ করে—বাংলাদেশি তরুণরা আন্তর্জাতিক গবেষণা ক্ষেত্রে কীভাবে নেতৃত্ব দিতে পারে।

এই গৌরবময় অর্জনের জন্য আমরা গর্বিত। গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিতে বাংলাদেশের নতুন এক পরিচয় গড়তে সহায়ক হবেন তিনি—এ প্রত্যাশা সকলের। একে কেন্দ্র করে অনেক তরুণ বিজ্ঞানীও নতুনভাবে অনুপ্রাণিত হবেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT