চীন থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, চুক্তির মূল্য ২.২ বিলিয়ন ডলার
— বিমানবাহিনীর আধুনিকায়নে দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি
বাংলাদেশ সরকার চীন থেকে ২০টি চেংদু জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নিয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২.২ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৭ হাজার ৬০ কোটি টাকা। এই প্রকল্পের মাধ্যমে বিমানবাহিনীর যুদ্ধ সক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকীকরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারি নথি অনুযায়ী, এই চুক্তির আওতায় থাকবে বিমান ক্রয়, পাইলট ও প্রকৌশলী প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবং লজিস্টিক সাপোর্ট। প্রস্তাবটি ২০২৬–২০২৭ অর্থবছরে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অর্থপ্রদান ধাপে ধাপে ২০৩৫–৩৬ অর্থবছর পর্যন্ত চলবে। চুক্তিটি সরাসরি ক্রয় বা সরকার-টু-সরকার (G2G) ব্যবস্থায় হতে পারে বলে সূত্র জানিয়েছে।