যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে হামলার ঘটনায় ব্যবস্থা নিতে স্থানীয় পুলিশ, মেয়র এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে কনস্যুলেট। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রোববার জুলাই গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে কনস্যুলেটে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। কনস্যুলেটের অনুরোধে নিউইয়র্ক পুলিশ আগে থেকেই নিরাপত্তা জোরদার করেছিল।
তবে অনুষ্ঠানে বিঘ্ন ঘটানোর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী কনস্যুলেটের সামনে জড়ো হয়ে হামলা ও ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে বাধা দিয়ে কয়েকজনকে আটক করে। এ ঘটনার স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ ইতোমধ্যে পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।
কনস্যুলেট জানিয়েছে, হামলাকারীরা তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্যের প্রতি জনগণকে সজাগ না হওয়ার আহ্বান জানানো হয়েছে।