রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন রবীন্দ্রনাথ চন্দ্র সন্ন্যাসী (৭৫) নামের এক বৃদ্ধ। সোমবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর রেলওয়ে ফুটবল মাঠের সামনে এ ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্রনাথ উপজেলার ডাঙ্গাহাতি মোহন গ্রামের মৃত অমূল্য চন্দ্র সন্ন্যাসীর ছেলে। পরিবার জানিয়েছে, সামান্য পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি মানসিকভাবে ক্ষুব্ধ ছিলেন। সকালে বাড়ি থেকে বের হয়ে রেললাইনের পাশে দাঁড়ান। রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গীপাড়া এক্সপ্রেস কাছে পৌঁছালে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করে।