লিবিয়া থেকে ১২৩ জন বাংলাদেশি নাগরিককে মানবিক সহায়তার অংশ হিসেবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর যৌথ ব্যবস্থাপনায় এই প্রত্যাবাসন সম্পন্ন হয়। প্রত্যাবাসিতদের মধ্যে দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তি ও মানসিকভাবে বিপর্যস্ত নাগরিকও রয়েছেন, যাদের দেশে ফিরে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হবে।
আইওএম-এর ব্যবস্থাপনায় বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইট (ফ্লাইট নম্বর: UZ222) ১৮ জুন ২০২৫ তারিখ সন্ধ্যা ০৬:০০ ঘটিকায় লিবিয়ার ত্রিপোলির মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। আশা করা যাচ্ছে, বিমানটি আগামী ১৯ জুন, বৃহস্পতিবার সকাল ০৭:২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বাংলাদেশ দূতাবাস, ত্রিপোলি জানায়—”এই প্রত্যাবাসন কর্মসূচি সরকারের নীতিগত নির্দেশনা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে। অভিবাসনপ্রত্যাশীদের মানবিক দৃষ্টিভঙ্গিতে দেশে ফেরানো আমাদের অঙ্গীকার।”
আইওএম সূত্র জানায়, ফ্লাইটে প্রত্যাবাসনের সময় প্রত্যেক নাগরিককে খাবার, চিকিৎসা সহায়তা ও প্রাথমিক মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। দেশে ফেরার পর তাদেরকে বিমানবন্দর থেকেই প্রাথমিক সহায়তা ও হেল্প ডেস্কের মাধ্যমে সহযোগিতা প্রদান করা হবে।
প্রত্যাবাসিত নাগরিকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করে মানবপাচার, কাজের অমানবিক পরিবেশ এবং স্বাস্থ্যগত জটিলতায় পড়েন। আইওএম-এর ভলান্টারি হিউম্যানিটারিয়ান রিটার্ন (VHR) প্রোগ্রামের আওতায় এই ধরনের প্রত্যাবাসন ব্যবস্থা নেওয়া হয়।