শনিবার (১৬ আগস্ট) সকাল ৯টায় আত্রাই মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ হলরুমে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর আশাদুল্লাহ আল গালিব। শুরুতে দারসুল কোরআন পেশ করেন মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী।
প্রধান অতিথি হিসেবে জেলা আমীর খন্দকার মো. আব্দুর রাকিব বলেন, “ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সংগঠিতভাবে কাজ করতে হবে। কর্মীদের আদর্শবান হিসেবে গড়ে তোলা জরুরি।”
এ সময় নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মো. খবিরুল ইসলাম বলেন, “আমাদের আন্দোলন শুধু রাজনৈতিক নয়, এটি একটি আদর্শিক সংগ্রাম। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হক, পাঁচুপুর ইউনিয়ন আমীর মো. শাহিন আহমেদ, উপজেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি মো. মতিউর রহমান শাহিনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।