নওগাঁর আত্রাইয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপীর অপসারণ ও বিচারের দাবিতে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা হাসপাতাল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “আত্রাই উপজেলা বাসীর” ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী ও পাঁচুপুর ইউপি চেয়ারম্যান মোঃ খবিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আসাদুল্লাহ আল গালিব, নায়েবে আমীর ওসমান গনি, ইসলামী আন্দোলনের নেতা আখতারুজ্জামান, রানা হোসেন, রায়হান আলম, আবু শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, ডা. রোকসানা হ্যাপী দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার সঙ্গে জড়িত। তারা বলেন, “অবিলম্বে তাকে অপসারণ না করা হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।”
মানববন্ধনে স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও অবহেলা বন্ধে ১১ দফা দাবি উত্থাপন করা হয়। দাবির মধ্যে রয়েছে—ডা. রোকসানা হ্যাপীর অপসারণ, চিকিৎসক ও নার্সদের দায়িত্বে অবহেলা বন্ধ, নিয়োগে দুর্নীতি তদন্ত, খাবার ও ওষুধ সরবরাহে স্বচ্ছতা নিশ্চিতকরণ, হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, বহির্বিভাগ ও জরুরি বিভাগে চিকিৎসক নিশ্চিতকরণ, ভর্তি রোগীদের আবাসন সমস্যা সমাধান, হাসপাতাল-ডায়াগনস্টিক সিন্ডিকেট ভাঙা এবং স্বাস্থ্যসেবায় জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা।