উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের বিদেশযাত্রা নিষিদ্ধ, এনআইডি সাময়িকভাবে বাতিল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:

উপদেষ্টা আসিফের সাবেক এপিএস মোয়াজ্জেমের বিদেশযাত্রা নিষিদ্ধ, এনআইডি সাময়িকভাবে বাতিল

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৩৬ বার দেখা হয়েছে

শত কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সাময়িকভাবে অকার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৪ মে) দুদকের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

দুদক জানায়, দায়িত্বে থাকা অবস্থায় মোয়াজ্জেম হোসেন প্রভাব খাটিয়ে তদবির, টেন্ডার বাণিজ্যসহ নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এসব অভিযোগের প্রেক্ষিতে গত বৃহস্পতিবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তের স্বার্থে তার বিদেশে যাতায়াত বন্ধ এবং এনআইডি সাময়িকভাবে স্থগিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে মোয়াজ্জেম হোসেনের দুর্নীতির খবর প্রকাশিত হলে তাকে ব্যক্তিগত সহকারীর (এপিএস) পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT