আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের শুনানি শুরু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের শুনানি শুরু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার দেখা হয়েছে

আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম। আসামিপক্ষের শুনানির জন্য তিন দিন সময় দিয়েছেন আদালত।

চলতি বছর ২ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। আজ তাদের মধ্যে আটজনকে গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়। এরা সবাই পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্য। বাকি আটজন এখনো পলাতক।

ট্রাইব্যুনালে হাজির থাকা আসামিরা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আফজাল হোসেন এবং কনস্টেবল মুকুল।

এই মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছর ৫ আগস্ট ঢাকার সাভারের আশুলিয়ায় ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয় তরুণকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয়। এরপর পুলিশ সদস্যরা সেই মৃতদেহগুলো একটি ভ্যানে তোলে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়, লাশ পোড়ানোর সময় একজন তরুণ জীবিত ছিলেন। তাকেও গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারা হয়। এই নির্মম ঘটনার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আশুলিয়ায় যে ঘটনা ঘটেছে তা শুধু অমানবিক নয়, এটি মানবতাবিরোধী অপরাধ। হত্যার পর লাশ পোড়ানো এবং জীবিত অবস্থায় আগুন দেওয়ার মতো নিষ্ঠুরতা আন্তর্জাতিক অপরাধের পর্যায়ে পড়ে।

এই ঘটনার পর ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে ২ জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষ বলছে, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষমতার চরম অপব্যবহারের নজির।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানির তারিখ আগামী সপ্তাহে নির্ধারণ করা হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত বলেছে, অপরাধ যেই করুক, বিচারের আওতায় আসতেই হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT