জনপ্রিয় অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম অন্যরকম পাঠশালা-এর প্রাক্তন গণিত শিক্ষক আশিকুজ্জামান রাসেল নতুন করে যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের মিসৌরি-কানসাস সিটি বিশ্ববিদ্যালয়ে (University of Missouri–Kansas City-UMKC)। তিনি সেখানে ইলেকট্রিক্যাল ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে। (https://sse.umkc.edu/profiles/ashikuzzaman-md.html)
রাসেল এখন একই প্রতিষ্ঠানে প্রতিষ্ঠা করেছেন নিজস্ব গবেষণাগার—মেডিক্যাল ইমেজিং ফর গ্লোবাল হেলথ টেকনোলজি (MIGHTY Lab)। এখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক অ্যালগরিদম ব্যবহার করে আল্ট্রাসাউন্ড ইমেজিং-এর মানোন্নয়ন এবং স্বাস্থ্য প্রযুক্তির গবেষণা পরিচালনা করছেন।
এর আগে তিনি যুক্তরাষ্ট্রের খ্যাতনামা জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ে (Johns Hopkins University) পোস্টডক্টরাল ফেলো হিসেবে কাজ করেছেন। সেই সময়ে তাঁর গবেষণা মূলত ছিল উন্নত কম্পিউটেশনাল মেডিক্যাল ইমেজিং নিয়ে। তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৈজ্ঞানিক সাময়িকীতে, যার মধ্যে রয়েছে আইইইই ট্রান্সঅ্যাকশনস অন মেডিক্যাল ইমেজিং, আইইইই ট্রান্সঅ্যাকশনস অন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এবং আইইইই ট্রান্সঅ্যাকশনস অন আল্ট্রাসোনিকস, ফেরোইলেকট্রিকস অ্যান্ড ফ্রিকোয়েন্সি কন্ট্রোল (TUFFC)।
বাংলাদেশে অবস্থানকালে আশিকুজ্জামান রাসেল সবচেয়ে বেশি পরিচিত হয়ে ওঠেন ইউটিউবভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম অন্যরকম পাঠশালা-তে গণিত পড়ানোর মাধ্যমে। তাঁর সহজবোধ্য উপস্থাপনা ও প্রাণবন্ত ব্যাখ্যা অসংখ্য শিক্ষার্থীর কাছে গণিত শেখাকে সহজ ও আনন্দদায়ক করে তুলেছিল। অনলাইন ভিডিওর মাধ্যমে তিনি বাংলাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে অনুপ্রাণিত করেছেন। https://www.youtube.com/@AshikuzzamanRasel038
বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা ও গবেষণায় যুক্ত হলেও বাংলাদেশি তরুণদের কাছে তিনি অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। দেশের ভেতরে গণিতশিক্ষক হিসেবে জনপ্রিয়তা অর্জনের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করাকে অনেকেই বাংলাদেশের শিক্ষাঙ্গনের জন্য এক গৌরবজনক সাফল্য হিসেবে দেখছেন।