কাওরানবাজার সিগন্যালে লাইভ চলাকালে বিএনপি নেতার ফোন ছিনতাই - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

কাওরানবাজার সিগন্যালে লাইভ চলাকালে বিএনপি নেতার ফোন ছিনতাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১১৪ বার দেখা হয়েছে

ঢাকার ফার্মগেট থেকে কাওরানবাজার সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় ফেসবুক লাইভ করছিলেন ভোলা পৌর বিএনপি’র প্রচার সম্পাদক আসাদ খোকন। লাইভ চলাচালে নেতা আসাদ খোকনের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গাড়ি সিগন্যাল ছেড়ে পান্থপথের দিকে মোড় নেওয়ার সময়ই ছিনতাইকারী হঠাৎ এসে তার হাতে থাকা ফোনটি ছিনিয়ে নেয়।

লাইভ ভিডিওতে দেখা যায়, আসাদ খোকন গাড়ির ভেতর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করছিলেন এবং সে সময় তিনি জেমসের একটি জনপ্রিয় গান “যেওনা চলে বন্ধু, আমায় একা ফেলে, খানিক বাদে রং লাগিবে আসমানের ওই বাঁকে”–এর সঙ্গে লিপসিং করছিলেন। ঠিক গানটির মাঝপথে হঠাৎই মোবাইল ফোন টান মেরে নিয়ে যায় ছিনতাইকারী। মুহূর্তের মধ্যে দৃশ্য কেঁপে ওঠে এবং পরবর্তীতে লাইভ বন্ধ হয়ে যায়। ঘটনাটি সরাসরি সম্প্রচারে ধরা পড়ে এবং অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ফার্মগেট থেকে কাওরানবাজার হয়ে পান্থপথগামী গাড়িগুলো সিগন্যালে থামলে এবং ছেড়ে দিলে প্রায়ই যাত্রীদের মোবাইল ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ধরনের ঝুঁকিতে সাধারণ মানুষ প্রতিদিন পড়লেও এবার রাজনৈতিক নেতার লাইভ সম্প্রচারে এমন ঘটনা ধরা পড়ায় তা আরও আলোচনায় এসেছে।

ঘটনার পরপরই অনেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় প্রকাশ্যে ছিনতাই হওয়া এবং সেটি লাইভ ভিডিওতে ধরা পড়া পুলিশের টহল ও নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নাগরিক সমাজের অভিমত, সিগন্যাল এলাকায় বারবার ঘটে চলা এসব ছিনতাই বন্ধ না হলে সাধারণ মানুষের ভোগান্তি ও অনিরাপত্তা আরও বাড়বে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT