ঢাকার ফার্মগেট থেকে কাওরানবাজার সিগন্যালে গাড়ি দাঁড়িয়ে থাকা অবস্থায় ফেসবুক লাইভ করছিলেন ভোলা পৌর বিএনপি’র প্রচার সম্পাদক আসাদ খোকন। লাইভ চলাচালে নেতা আসাদ খোকনের মোবাইল ফোন ছিনতাই হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। গাড়ি সিগন্যাল ছেড়ে পান্থপথের দিকে মোড় নেওয়ার সময়ই ছিনতাইকারী হঠাৎ এসে তার হাতে থাকা ফোনটি ছিনিয়ে নেয়।
লাইভ ভিডিওতে দেখা যায়, আসাদ খোকন গাড়ির ভেতর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ করছিলেন এবং সে সময় তিনি জেমসের একটি জনপ্রিয় গান “যেওনা চলে বন্ধু, আমায় একা ফেলে, খানিক বাদে রং লাগিবে আসমানের ওই বাঁকে”–এর সঙ্গে লিপসিং করছিলেন। ঠিক গানটির মাঝপথে হঠাৎই মোবাইল ফোন টান মেরে নিয়ে যায় ছিনতাইকারী। মুহূর্তের মধ্যে দৃশ্য কেঁপে ওঠে এবং পরবর্তীতে লাইভ বন্ধ হয়ে যায়। ঘটনাটি সরাসরি সম্প্রচারে ধরা পড়ে এবং অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ফার্মগেট থেকে কাওরানবাজার হয়ে পান্থপথগামী গাড়িগুলো সিগন্যালে থামলে এবং ছেড়ে দিলে প্রায়ই যাত্রীদের মোবাইল ও ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ধরনের ঝুঁকিতে সাধারণ মানুষ প্রতিদিন পড়লেও এবার রাজনৈতিক নেতার লাইভ সম্প্রচারে এমন ঘটনা ধরা পড়ায় তা আরও আলোচনায় এসেছে।
ঘটনার পরপরই অনেকে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় প্রকাশ্যে ছিনতাই হওয়া এবং সেটি লাইভ ভিডিওতে ধরা পড়া পুলিশের টহল ও নজরদারির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে নাগরিক সমাজের অভিমত, সিগন্যাল এলাকায় বারবার ঘটে চলা এসব ছিনতাই বন্ধ না হলে সাধারণ মানুষের ভোগান্তি ও অনিরাপত্তা আরও বাড়বে।