টেকনাফে আরাকান আর্মির হামলা: দুইজন গুলিবিদ্ধ, তিনজনকে ধরে নিয়ে গেল বিদ্রোহীরা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্লোবাল সামুদ ফ্লোটিলা গাজায় রওনা, ৫০টির বেশি জাহাজে মানবিক সহায়তা জাপানের শিনকোইয়া মসজিদে প্রতি রবিবার এশার পর সাপ্তাহিক ইসলামিক আলোচনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহিংসতা, ৫০ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি মনোনয়ন বিতরণের শেষদিনে রাকসু কার্যালয়ে ভাঙচুর করল রাবি ছাত্রদল পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১২ কোটি ৯ লাখ টাকা তাসকিন–লিটনের ঝড়ে ডাচদের সহজে হারাল বাংলাদেশ, সিরিজে ১–০ নেতৃত্ব সাবেক ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ কেরালায় ক্যানারা ব্যাংকে গরুর মাংস নিষিদ্ধ, কর্মীদের ‘বিফ-ফেস্ট’ প্রতিবাদ ৪৮ ঘণ্টার আল্টিমেটাম: জাতীয় পার্টি নিষিদ্ধসহ তিন দফা দাবিতে গণঅধিকার পরিষদের হুঁশিয়ারি

টেকনাফে আরাকান আর্মির হামলা: দুইজন গুলিবিদ্ধ, তিনজনকে ধরে নিয়ে গেল বিদ্রোহীরা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৮২ বার দেখা হয়েছে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির ছোড়া গুলিতে দুই বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হয়েছেন। একইদিনে টেকনাফের সাবরাং ও হ্নীলা সীমান্ত এলাকা থেকে আরও তিনজন জেলেকে তুলে নিয়ে গেছে ওই সশস্ত্র দলটি।

সোমবার (১২ মে) দুপুরে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা।

গুলিবিদ্ধ জেলেরা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া এলাকার মো. সলিমের ছেলে হেদায়েত উল্লাহ এবং মো. হারিসের ছেলে মো. হোসেন।

অন্যদিকে নিখোঁজ তিন জেলেকে সনাক্ত করা হয়েছে হ্নীলা লেদা গ্রামের মো. সিদ্দিক (২৭), মো. রবিউল আলম (২৮) ও মো. মাহমুদ হোসেন (৩০) হিসেবে।

স্থানীয় জেলে ইমাম হোসেন জানান, দুপুরে সাবরাং সীমান্তবর্তী নাফ নদীতে বঁড়শি ফেলে মাছ ধরছিলেন জেলেরা। সীমান্ত স্পষ্ট না হওয়ায় কোন সীমানায় তারা ছিলেন, তা বোঝা কঠিন। হঠাৎ করে আরাকান আর্মির সদস্যরা গুলি চালালে দুই জেলে হাতে ও পায়ে গুলিবিদ্ধ হন। সঙ্গে থাকা আরেক জেলে অক্ষত অবস্থায় ফিরে আসেন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, হ্নীলা সীমান্ত দিয়ে মাছ ধরতে যাওয়া তিন জেলে ভুলবশত মিয়ানমার সীমান্তে প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে। এখনও তারা বাড়ি ফিরেননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, পৃথক দুই ঘটনায় দুই জেলের গুলিবিদ্ধ এবং তিনজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT