
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মহাসচিব, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব এবং জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) মঙ্গলবার (১১ নভেম্বর) ঝালকাঠির নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মাওলানা ফয়েজী বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি মরহুমের রুহের মাগফিরাত ও উচ্চ মাকাম কামনা করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি)-এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, “আল্লামা নুরুল হুদা ফয়েজী দীর্ঘদিন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সারাদেশে বিস্তৃত বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন। তিনি ছিলেন ইসলামপ্রিয় জনগণের হৃদয়ের নেতা, এক নিবেদিতপ্রাণ দাঈ এবং সত্য-ন্যায়ের অগ্রসেনানী। আল্লাহ তায়ালা তার খেদমতগুলোকে কবুল করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে গ্রহণ করুন।”
আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব আল্লামা মাওলানা মুহিউদ্দীন রাব্বানীও মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেছেন।
মাওলানা ফয়েজীর নামাজে জানাজা আগামীকাল বুধবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ঝালকাঠির রাজাপুরের কারিমপুর মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে এবং সেখানেই তাকে দাফন করা হবে।