আলেম সমাজকে ঐক্যবদ্ধ থেকে ন্যায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

আলেম সমাজকে ঐক্যবদ্ধ থেকে ন্যায় ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আহ্বান

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬১ বার দেখা হয়েছে

দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় আলেম সমাজের অগ্রণী ভূমিকা নিশ্চিত করার জন্য ইসলামী নেতাদের দৃষ্টি আকর্ষণ

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও ইসলামী আদর্শে ভিত্তিক দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আলেম সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

শনিবার রাতে রাজধানীর উত্তরায় তানযিমুল উম্মাহ ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উলামা বিভাগের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশ ও জাতির কল্যাণে আলেম সমাজকে সব সময় ঐক্যবদ্ধ থাকার গুরুত্বারোপ করেন। মাওলানা আব্দুল হালিম ইসলামী শক্তির মধ্যে বিভাজন সৃষ্টি এবং উম্মাহর জন্য ক্ষতিকর বক্তব্য থেকে বিরত থাকার পরামর্শ দেন।

উলামা বিভাগের সভাপতি ড. মাওলানা মীম আতিকুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রখ্যাত আলেমে দ্বীন অধ্যাপক মাওলানা শায়েখ আ ন ম রশীদ আহমাদ মাদানী এবং ড. মাওলানা আবুল কালাম আযাদ। এছাড়া ড. মাওলানা আব্দুল জব্বার খান ও মাওলানা ওমর ফারুখ মজুমদার সহ অন্য বিশিষ্ট আলেমগণও বক্তব্য রাখেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, বহু আলেম ও মাদ্রাসা ছাত্রের রক্তের বিনিময়ে ১৯৭৫ সালের গণঅভ্যুত্থান সফল হয়। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদ, মুফতি ফজলুল হক আমিনী, মাওলানা আবুল কালাম মুহাম্মদ ইউসুফ, আল্লামা জোনায়েদ বাবু নগরীসহ অসংখ্য আলেম আওয়ামী ফ্যাসিবাদের জুলুমের শিকার হয়েছেন।

তিনি আরও বলেন, আলেমদের আল্লাহ রাব্বুল আলামীন শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। দেশের আলেম সমাজকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা ও ন্যায়-ইনসাফ এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে অগ্রসৈনিক হিসেবে ভূমিকা পালনের আহ্বান জানান মাওলানা আব্দুল হালিম।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT