আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনের স্টপেজ ও সংস্কারের দাবিতে আত্রাইবাসীর মানববন্ধন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তারেক রহমান: জুলাই গণ অভ্যুত্থানের শহীদ-আহতদের জন্য নতুন বিভাগ হবে ২০২৬ হজের জন্য হজযাত্রীদের টিকাদান কার্যক্রম শুরু আলিফ হত্যা মামলা- চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন, বিচার শুরু বাংলাদেশ-চীন মৈত্রী হাসপাতাল: উচ্চপর্যায় বৈঠকে অগ্রগতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত চাইছে আইসিসি, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য অনিশ্চিত মাগুরার চিত্রা নদী থেকে উদ্ধার মুঘল আমলের তরবারি, প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তরের সিদ্ধান্ত দক্ষিণ স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: লাইনচ্যুতি ও সংঘর্ষে নিহত ২১, আহত শতাধিক দীর্ঘ ২৬ বছর পর কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে সাত ভারতীয় সেনা আহত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী রুমিন ফারহানাকে তলব

আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ট্রেনের স্টপেজ ও সংস্কারের দাবিতে আত্রাইবাসীর মানববন্ধন

আহসান হাবিব, নওগাঁ প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার দেখা হয়েছে

নওগাঁ জেলার আত্রাই উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবি আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশনটির সংস্কারের দাবিতে রবিবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আত্রাই উপজেলার সাধারণ মানুষের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো মানুষ। এছাড়া পার্শ্ববর্তী রাণীনগর, বাগমারা ও সিংড়া উপজেলার অসংখ্য জনসাধারণও এতে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও আত্রাই উপজেলার পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন,

“আহসানগঞ্জ স্টেশন শুধু আত্রাই নয়, আশপাশের কয়েকটি উপজেলার মানুষের জীবন ও জীবিকার সঙ্গে গভীরভাবে জড়িত। তাই ঢাকাগামী সকল আন্তঃনগর ট্রেনের এখানে নিয়মিত স্টপেজ প্রদান ও স্টেশনটির অবকাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি।”

আত্রাই নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু শাহীন বলেন,

“আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এ অঞ্চলের মানুষের যাতায়াত, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র। সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা।”

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত জনতা আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি কয়েক মিনিটের জন্য থামিয়ে দেন।

পরে বক্তারা অবিলম্বে সকল আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশনটির সংস্কার দ্রুত বাস্তবায়নের জন্য রেল মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও স্টিকার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি সমাপ্ত করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT