আমেরিকা আফগান থেকে পালানোর সময় ৭ বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম জব্দ করা হইছে।বহুকাল পরে ট্রাম্প সেগুলো ফেরত চাইছে।এর জবাবে জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন,
তারা শহীদ হবে,প্রতিরোধ করবে তবুও গোলামী করবে না।পরাশক্তির মুখের উপর এমন হুংকার ছুড়তে পারার একটা ভাষা আছে তাদের,এর নাম তাওহীদের ভাষা।
জাবিহুল্লাহ মুজাহিদ এর এই বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান বরাবরই বিদেশি শক্তির দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করে এসেছে, এবং এই ঘটনাও তারই আরেকটি বহিঃপ্রকাশ।
আফগান জনগণ বারবার দেখিয়ে দিয়েছে, তারা স্বাধীনতার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বিশ্লেষকরা বলেন, ট্রাম্পের দাবির বিপরীতে তালেবান সরকারের এমন কঠোর প্রতিক্রিয়া প্রমাণ করে যে, আফগানিস্তান তার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করতে রাজি নয়।
ঐতিহাসিকভাবেও আফগানরা বহিরাগতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, যা তাদের সংস্কৃতি ও বিশ্বাসের গভীরে প্রোথিত। অনেকেই বলছেন, বর্তমান পরিস্থিতি আবারও বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে কেন আফগানিস্তানকে “সাম্রাজ্যের কবরস্থান” বলা হয়।