ট্রাম্পকে মুখের উপর জবাব দিলেন আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
দেশেই হবে বিশ্বমানের বন্ধ্যত্ব চিকিৎসা, তুরস্কের বিনিয়োগে নতুন হাসপাতাল টিএফডির শিরোপা জয়, তবু বুটেক্সে অশান্তি; খেলাকেন্দ্রিক সংঘাতে তদন্ত শুরু ট্রাম্পের হুমকিতে মামদানির জবাব: উন্নয়ন তহবিল বন্ধ হলে আদালতে যাব শেকৃবিতে কর্মকর্তা–কর্মচারীকে মারধরের ঘটনায় বহিষ্কৃত ও ড্রপআউট ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ ইবিতে সাংবাদিক মারধরের ঘটনায় ৩ শিক্ষার্থী বহিষ্কার বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত কুবি শিক্ষার্থী প্রভা রাকসুর প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত কিউএস র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো স্থান পেল শেকৃবি কুবিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ নিউইয়র্কের তরুণ মুসলিম মেয়র জোহরান মামদানি: এক বছরে অচেনা মুখ থেকে বৈশ্বিক প্রভাবের কেন্দ্রে

ট্রাম্পকে মুখের উপর জবাব দিলেন আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ

সাব্বির হোসাইন সাগর
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৬ বার দেখা হয়েছে
জাবিহুল্লাহ মুজাহিদ, ট্রাম্প, আফগানিস্তান,আফগান সরকারের মুখপাত্র, তালেবান, আমেরিকা, সামরিক সরঞ্জাম, ৭ বিলিয়ন ডলার, আফগান জনগণ, স্বাধীনতা, প্রতিরোধ, সাম্রাজ্যের কবরস্থান, Graveyard of Empires, তাওহীদের ভাষা, সুপারপাওয়ার, দখলদারিত্ব, সার্বভৌমত্ব, পরাশক্তি, আন্তর্জাতিক প্রতিক্রিয়া, গণতন্ত্র, শ্যাডো অর্ডার, ঐতিহাসিক প্রতিরোধ, বিশেষজ্ঞদের মতামত, বিদেশি শক্তি
আফগানিস্তান সরকারের মুখপার জাবিহুল্লাহ মুজাহিদ (ফাইল ফটো)

আমেরিকা আফগান থেকে পালানোর সময় ৭ বিলিয়ন মূল্যের সামরিক সরঞ্জাম জব্দ করা হইছে।বহুকাল পরে ট্রাম্প সেগুলো ফেরত চাইছে।এর জবাবে জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন,

❝কেউ যেন এটা মনে না করে যে, তারা আফগানিস্তানকে আদেশ দিতে পারে। আমরা কোনো দেশের নিয়ন্ত্রণ বা প্রশাসনের অধীনে নই। আমেরিকান বাহিনী যে অস্ত্রগুলো রেখে গেছে, সেগুলো এখন আফগান জনগণের সম্পত্তি।কেউ যদি সেগুলো আমাদের থেকে নিতে চায়, তাহলে আমরা সেসব অস্ত্রের ভাষায়ই জবাব দেবো।❞
সারাবিশ্বে আমেরিকা গনতন্ত্রের নামে ওদের শ্যাডো অর্ডার চাপাইয়া দিতে পারলেও আফগানিস্থানে ওরা পারে নাই।শুধু ওরা না বরং গত ১০০০ বছর মাল্টিপল টাইম যুগের সুপারপাওয়ারগুলো ওদের দখল করতে গেলেও শেষমেষ পরাস্ত হয়ে ফিরেছে।তাই আফগানকে বলা হয় “সাম্রাজ্যের কবরস্থান(Graveyard of empires) “।

তারা শহীদ হবে,প্রতিরোধ করবে তবুও গোলামী করবে না।পরাশক্তির মুখের উপর এমন হুংকার ছুড়তে পারার একটা ভাষা আছে তাদের,এর নাম তাওহীদের ভাষা।

জাবিহুল্লাহ মুজাহিদ এর এই বক্তব্য আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান বরাবরই বিদেশি শক্তির দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করে এসেছে, এবং এই ঘটনাও তারই আরেকটি বহিঃপ্রকাশ।

আফগান জনগণ বারবার দেখিয়ে দিয়েছে, তারা স্বাধীনতার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বিশ্লেষকরা বলেন, ট্রাম্পের দাবির বিপরীতে তালেবান সরকারের এমন কঠোর প্রতিক্রিয়া প্রমাণ করে যে, আফগানিস্তান তার সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করতে রাজি নয়।

ঐতিহাসিকভাবেও আফগানরা বহিরাগতদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, যা তাদের সংস্কৃতি ও বিশ্বাসের গভীরে প্রোথিত। অনেকেই বলছেন, বর্তমান পরিস্থিতি আবারও বিশ্ববাসীকে মনে করিয়ে দিচ্ছে কেন আফগানিস্তানকে “সাম্রাজ্যের কবরস্থান” বলা হয়।

  • দৈনিক সাবাস বাংলাদেশ এর সর্বশেষ নিউজ পড়তে ক্লিক করুন: সর্বশেষ
  • দৈনিক সাবাস বাংলাদেশ এর ফেসবুক পেজটি ফলো করুন: dailysabasbd

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT