
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বিক্ষোভ মিছিল করেছে ইনকিলাব মঞ্চ।
শুক্রবার (১৬ জানুয়ারি) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা ‘নারায়ে তাকবির আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ’, ‘হাদি ভাই কবরে—খুনি কেন বাহিরে’, ‘বিচার বিচার বিচার চাই, হাদি হত্যার বিচার চাই’, ‘তুমি কে আমি কে—হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা ঢাকা’, ‘দিনদুপুরে মানুষ মরে—ইন্টারিম কী করে’সহ বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের যুগ্ম সদস্যসচিব ও লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. হাসান অন্তর। তিনি বলেন, “হাদি ভাইয়ের জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশ নিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ কেঁদেছিল। বাংলাদেশের প্রতিটি মানুষ হাদি ভাইয়ের হত্যার বিচার চায়। সব রাজনৈতিক দল ও সুশীল সমাজ যদি এই হত্যার বিচার চায়, তাহলে এখনো বিচার হচ্ছে না কেন?”
তিনি আরও বলেন, “হাদির মতো একজন বিপ্লবী ও সৎ মানুষ যদি বিচার না পান, তাহলে দেশে সুষ্ঠু বিচার আর কেউ পাবে বলে আমি মনে করি না। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে স্পষ্ট করে বলতে চাই—আপনারা নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু হাদি ভাইয়ের বিচার নিয়ে এখনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।”
উল্লেখ্য, শরীফ ওসমান বিন হাদি গত ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর ২০২৫ চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।