
নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে সোমবার (সর্বশেষ হালনাগাদ বেলা ১টা ৪০ মিনিট) প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৯ লাখ ৪০ হাজার ১৮৪ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।
নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৩৭ হাজার ৪৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২ হাজার ৬৯৪ জন।
প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ১ লাখ ৭৬ হাজার ৭৫৫ জন নিবন্ধন করেছেন। এরপর রয়েছে কাতার (৬৩ হাজার ৭৩৯), মালয়েশিয়া (৫১ হাজার ১৭০), ওমান (৪৭ হাজার ৬৭), সংযুক্ত আরব আমিরাত (৩১ হাজার ১৭৯) এবং যুক্তরাষ্ট্র (২৭ হাজার ৮৭ জন)।
দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৩ লাখ ৪৬ হাজার ১১০ জন ভোটার।
জেলাভিত্তিক হিসেবে শীর্ষে রয়েছে কুমিল্লা—৭৮ হাজার ২৭৪ জন। এরপর ঢাকা (৭১ হাজার ৪৬২), চট্টগ্রাম (৬৭ হাজার ৪৭৩), নোয়াখালী (৪৫ হাজার ৭৮) ও সিলেট (৩২ হাজার ৪৮০ জন)।
আসনভিত্তিক হিসাবে সর্বাধিক নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে—১৩ হাজার ৬২ জন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ১০ হাজার ৪৮৭, নোয়াখালী-১ আসনে ১০ হাজার ৪১৯ এবং কুমিল্লা-১০ আসনে ১০ হাজার ২৭৩ জন ভোটার নিবন্ধন করেছেন।
ইসি জানিয়েছে, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। সময়সীমা সম্প্রতি বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারছেন। নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক।