
বইপ্রেমীরা বছর জুড়ে অপেক্ষায় থাকে অমর একুশে গন্থমেলার। সেই অপেক্ষার প্রহরকে অবসান ঘটিয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হলো বইমেলা। যাতে শিক্ষার্থীরা অমর একুশের বইমেলার আগেই তাদের পছন্দের বই কিনতে পারেন। শেকৃবি সাহিত্য সংসদ কর্তৃক আয়োজিত “শেকৃবি সাহিত্য ও কুয়াশা উৎসব ২০২৫” তিন দিনব্যাপী বইমেলা শেষ হলো আজ। মেলার শেষ দিন শনিবার (২০ ডিসেম্বর ) হওয়ায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয় এবারের বইমেলায়।
সাহিত্য সংসদের আয়োজনে এবারের বইমেলায় ২০টি স্টলে প্রায় ২০ হাজার বই স্থান পেয়েছিল। প্রতিটি স্টলে শিক্ষার্থী-শিক্ষকেরা তাঁদের পছন্দের বই কিনতে ভিড় করেছিলেন এবারের বইমেলায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তাঁদের পরিবার এবং ক্যাম্পাসের বাইরে থেকেও অনেক বইপ্রেমী মানুষ এবারের বইমেলায় অংশ নিয়েছিলেন। আয়োজকদের মতে, মেলার শেষ দিনে গত তিন দিনের তুলনায় দর্শনার্থীদের ভিড় অনেকটাই বেশি ছিল।
বাংলা উপন্যাস, বাংলা কবিতা, সায়েন্স ফিকশন, থ্রিলার ও অ্যাডভেঞ্চার, ইসলামি বই, কমিকস, শিশুতোষ ও কিশোরসমগ্র, অলিম্পিয়াডের বই, মজার বই, বিজ্ঞানের ম্যাগাজিন, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের বই, রাজনৈতিক বই, ইতিহাসের বই, বিদেশি খ্যাতিমান সাহিত্যিকদের বই, শিশুদের জন্য বিজ্ঞান বাক্স, জ্ঞান বাক্স, পাজল ইত্যাদি।
এবারের মেলায় প্রথমা প্রকাশন, শিখা প্রকাশনী,জ্ঞানকোষ প্রকাশনী, নবযুগ প্রকাশনী,সিয়ান প্রকাশনীসহ প্রায় ২০টি প্রকাশনী ছিল।
শেষদিনে বইমেলার উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক মোঃ আসাদুজ্জামান, জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন, জনপ্রিয় লেখক মোহাম্মদ নাজিম উদ্দিন, কবি, ঔপন্যাসিক ও নাট্যকর আব্দুল্লাহ আল মামুন কাইকর, সব্যসাচী লেখক মোঃ সিরাজুল ইসলাম।
বইমেলাটি ১৮ ডিসেম্বর শুরু হয়ে ২০ ডিসেম্বর শেষ হয়। প্রতিদিন সন্ধ্যায় মেলায় বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে সাহিত্য বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই বিষয়ে মেলায় উপস্থিত একজন দর্শনার্থী বলেন, ক্যাম্পাসে এটি একটি চমৎকার আয়োজন,এখানে শিক্ষক-শিক্ষার্থী সবাই আসছেন,বই দেখছেন,কিনছেন। শিক্ষার্থীরা বইমেলাটিকে আনন্দের সাথে উপভোগ করছে।
বইমেলাটির বিষয়ে সাহিত্য সংসদের উপদেষ্টা তানজিম তানিম শেকৃবি প্রশাসনকে ধন্যবাদ দিয়ে বলেন, আমরা এই বইমেলাটি আয়োজন করেছি ক্যাম্পাসে যাতে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহী বৃদ্ধি পায় ও বইপ্রেমীরা যাতে হাতের কাছেই তাদের পছন্দের লেখকের বই কিনতে পারে এবং পড়তে পারে।
সাহিত্য সংসদের সভাপতি মেহেদী আকাশ বলেন, এই বইমেলার আয়োজনের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মাঝে বইয়ের প্রতি ভালোবাসা সৃষ্টি করতে চেষ্টা করেছি,অ্যাকাডেমি এর বাইরেও যে বইয়ের অন্য একটি জগৎ আছে,সেটি শিক্ষার্থীদের ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটিই ক্যাম্পাসের প্রথম বইমেলা, আশা করি সাহিত্য সংসদ এর ধারাবাহিকতা ধরে রাখবে।