বিজয় দিবসে বীর শহীদদের প্রতি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের শ্রদ্ধা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বাংলাদেশের ৫৫তম বিজয় দিবস উপলক্ষে হাউস অব লর্ডসে ড. ওয়ালী তসর উদ্দিন এমবিই-কে বিশেষ সম্মাননায় ভূষিত রাজবাড়ীতে বসতবাড়ীতে নারকীয় তান্ডব হামলা-ভাংচুর ফসল-স্বর্ণালংকার ও সর্বস্ব লুট রাজবাড়ীর কালুখালি উপজেলায়, সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তি প্রস্থর স্থাপন বিদেশে কর্মী পাঠাতে দালাল ও প্রতারণামুক্ত ব্যবস্থা গড়ার আহ্বান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নিরাপত্তা শঙ্কায় ঢাকায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আজ দুপুর থেকে বন্ধ ঘোষণা কুবিতে বিজয় দিবসে পুষ্পস্তবক অর্পণকে কেন্দ্র করে ছাত্রদল ও শিক্ষার্থীদের মাঝে দুই দফায় বাকবিতণ্ডা আনন্দবাজারের দাবি: ঢাকায় আলফা (স্বাধীন) প্রধান পরেশ বরুয়া বিজয়ের রঙে সেজেছে শেকৃবি শেকৃবিতে মহান বিজয় দিবস উদযাপিত শিক্ষার্থী থেকে শিক্ষক হওয়া, বুটেক্স শিক্ষকদের সাফল্যের গল্প

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের শ্রদ্ধা

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার দেখা হয়েছে

মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরাম।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘চির উন্নত মম শির’ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় সাংবাদিক ফোরামের সদস্যরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু, অর্থ সম্পাদক হৃদয় আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক অনিরুদ্ধ সাজ্জাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এর আগে বিজয় দিবস উপলক্ষে সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে ফিচার লিখন কর্মসূচি ‘বিজয়ের চুয়ান্ন বছর: তারুণ্যের ভাবনা ও অনুপ্রেরণায় মুক্তিযুদ্ধ’ অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিক ফোরামের সভাপতি শাকিল বাবু বলেন, “১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতা আমাদের জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। এই স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয় পরিবারের সঙ্গে বিজয় শোভাযাত্রায় অংশ নেন সাংবাদিক ফোরামের সদস্যরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT