
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন বলে জানা গেছে।
গতকাল বুধবার বিকাল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির ভাষণ রেকর্ড করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার। পরে সিইসি চার নির্বাচন কমিশনারকে নিজ কক্ষে ডেকে তফসিল ঘোষণার বিষয়টি জানান। এর পরপরই নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের ব্রিফ করেন।
ইসি সচিব জানান, আজ সন্ধ্যায় সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন এবং সেই ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করা হবে। তখনই জানা যাবে সংসদ নির্বাচন ও গণভোটের সম্ভাব্য তারিখ। এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, তফসিল ঘোষণার পর ভোটগ্রহণের ব্যবধান হবে ৬০ দিন।
ইসি সূত্র জানায়, তফসিলের আগে ভোট আয়োজনের প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে কমিশন। প্রচলিত রেওয়াজ অনুযায়ী গতকাল সিইসির নেতৃত্বে পুরো কমিশন বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে। বৈঠকে নির্বাচন প্রস্তুতির বিভিন্ন দিক—ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন, ব্যালট পেপার তৈরি, রঙ নির্ধারণ, মক ভোটিং ও গণনার পদ্ধতি—এসব বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এসব শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।
বৈঠক শেষে কমিশনের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই বঙ্গভবন ত্যাগ করেন। তবে নির্বাচন কমিশনে ফিরে ইসি সচিব আখতার আহমেদ জানিয়ে বলেন, নির্বাচন আয়োজনের সামগ্রিক প্রক্রিয়া এখন সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে তিনটিতে নামিয়ে আনার যে গেজেট নির্বাচন কমিশন জারি করেছিল, তা গতকাল আপিল বিভাগ ‘অবৈধ’ ঘোষণা করে। সেই আদেশ বাস্তবায়ন করে কমিশন আগের সীমানায় আসনগুলো পুনর্বহাল করেছে। ফলে বাগেরহাটে আগের মতো চারটি এবং গাজীপুরে পাঁচটি আসন বহাল থাকবে। বুধবার রাতেই সংশোধিত গেজেট প্রকাশ করা হয়।