
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে তার নিরাপত্তার দায়িত্ব নিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। প্রজ্ঞাপনে খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলমান।
রাষ্ট্রের উচ্চপদস্থ, নীতি নির্ধারণী ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের সরকার ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে বিশেষ মর্যাদা দিয়ে থাকে। সাধারণত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা তাদের সমমর্যাদার ব্যক্তিরা এই তালিকায় থাকেন। তবে প্রয়োজনে আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে অন্য কাউকেও ভিভিআইপি হিসেবে ঘোষণা করা যেতে পারে।
বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১–এর ২ ধারায় উল্লেখ আছে—‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বলতে সরকার কর্তৃক সরকারি গেজেটে প্রজ্ঞাপন দিয়ে ঘোষিত রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান বা অনুরূপ মর্যাদার অন্য কোনো ব্যক্তিকে বোঝানো হয়। এই মর্যাদার ভিত্তিতেই তাদের নিরাপত্তায় এসএসএফ নিয়োগ করা হয়।