
আফগানিস্তান যুদ্ধবিধ্বস্ত দেশ হওয়া সত্ত্বেও আজ উন্নতি ও পুনরুদ্ধারের পথে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গতিশীলতা ও আদর্শিক নেতৃত্ব থাকলে যেকোনো জাতি প্রতিকূলতা অতিক্রম করে উন্নতির শিখরে পৌঁছাতে পারে—আফগানিস্তান তার জীবন্ত প্রমাণ।
শুক্রবার রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জামিয়া মাদানিয়া শেখবাড়ি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মামুনুল হক বলেন, দুই দশক পরাশক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করেছে আফগানিস্তান। সেখানে নেতৃত্ব দিচ্ছেন ধর্মভিত্তিক নেতৃত্ব, যা সমাজের বহু মানুষের ভুল ধারণা ভেঙে দিয়েছে।
তিনি বলেন, যোগ্যতা ও আদর্শিক ধারাবাহিকতা থাকলে মোল্লারাও দেশ পরিচালনায় সফল হতে পারেন—বর্তমান আফগানিস্তানের অগ্রগতি তার সুস্পষ্ট প্রমাণ।
বাংলাদেশের ভবিষ্যৎ দিকনির্দেশনায় জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধের বাংলাদেশ।
তিনি আরও বলেন, দেশে নৈতিক পরিবর্তন অত্যন্ত জরুরি। তাঁর ভাষায়, “এই জমিনে আরও একটি আদর্শিক উত্থান প্রয়োজন—যা হবে ন্যায়, মূল্যবোধ ও দেশের মানুষের কল্যাণের জন্য।”
সম্মেলনে সভাপতিত্ব করেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বরুণার পীর ও শেখবাড়ি মাদ্রাসার মুহতামিম মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—ভারত থেকে আগত আল্লামা হুসাইন আহমদ পালনপুরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, আল্লামা নুরুল ইসলাম খান, মাওলানা ওলীউর রহমান বর্ণভী, মাওলানা সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা জুনাইদ আল হাবিব ও মাওলানা শেখ নূরে আলম হামিদীসহ দেশি-বিদেশি উলামায়ে কেরাম।
সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো আলেম-ওলামা, ছাত্র ও ধর্মপ্রাণ মানুষ শ্রীমঙ্গলে এসে জমায়েত হওয়ায় পুরো জনপদে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। শেষ রাতে বরুণার পীর মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভীর আবেগঘন মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।