জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
শাপলা চত্বর গণহত্যা মামলায় শেখ হাসিনাসহ ২১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ১২ জানুয়ারি প্রবীণ আলেম ও রাজনীতিবিদ আল্লামা মাওলানা নুরুল হুদা ফয়েজী (রহ.) ইন্তেকাল করেছেন সিচুয়ানে উদ্বোধনের কয়েক মাস পরই ধসে পড়ল হংছি ব্রিজ ২০২৬ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশ থেকে যাবে ৭৮ হাজার ৫০০ হজযাত্রী জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুকসু নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি মুন্সীবাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘মুন্সীবাজার ব্লাড সোসাইটি’ শেকৃবিতে ৫৩% শিক্ষকের পিএইচডি নেই, তবুও পদোন্নতি ১৪৪ জনের কুবি চৌদ্দগ্রাম স্টুডেন্টস’ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ২০২৫-২৬ বর্ষের নতুন কমিটি ঘোষণা দিল্লির লাল কেল্লায় ভয়াবহ বিস্ফোরণ- ৮ নিহত, মুম্বাইসহ চার রাজ্যে উচ্চ সতর্কতা

জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া কোনো নির্বাচন নয়: জামায়াত আমির

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১১ বার দেখা হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের আইনি স্বীকৃতি ছাড়া দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।

মঙ্গলবার বিকেলে ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, জুলাই সনদ দেশের জনগণের রক্তে লেখা একটি চুক্তি। এই সনদের স্বীকৃতি না দিলে তা হবে জনগণের সঙ্গে প্রতারণা। তিনি দাবি করেন, জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত জামায়াতের আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, “দেশে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। সরকার গণতন্ত্রের মূল ধারা থেকে বিচ্যুত। জনগণ এই অবস্থা মেনে নেবে না।”


জুলাই সনদ নিয়ে অবস্থান

জুলাই সনদে অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশনের পুনর্গঠন এবং রাজনৈতিক সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলো এই সনদের প্রতি সমর্থন জানালেও সরকার এখনও কোনো আনুষ্ঠানিক অবস্থান জানায়নি।

জামায়াত আমির বলেন, “এই সনদ বাস্তবায়ন না করলে নির্বাচন হবে প্রহসন। জনগণ সেই নির্বাচন বর্জন করবে।”


সরকারের প্রতি হুঁশিয়ারি

ডা. শফিকুর রহমান বলেন, “দেশের মানুষ আর প্রহসনের নির্বাচন দেখতে চায় না। জনগণের রায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না। প্রয়োজনে আমরা রাজপথে অনির্দিষ্টকালের আন্দোলনে যাব।”

তিনি সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং জনগণকে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার অনুরোধ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT