
মৌলভীবাজারের কমলগঞ্জে গত সোমবার (১০ নভেম্বর) দুপুর ২টায় মুন্সীবাজার দারুল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয় সংগঠনটির উদ্বোধনী অনুষ্ঠান ও ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প। দিনব্যাপী এই কার্যক্রমে স্থানীয় শতাধিক মানুষ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সেবা নেন, যা পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
তরুণ স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে পরিচালিত এ সেবামূলক ক্যাম্পে অংশ নিতে দুপুর থেকেই মানুষের ভিড় তৈরি হয়। আয়োজনকে কেন্দ্র করে তরুণদের মানবিক উদ্যোগের প্রশংসা করেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীবাজার দারুল মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন এবং অনুষ্ঠান পরিচালনা করেন লিপন আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সিরাজুল ইসলামের বড় ছেলে রুমেল আহমেদ তরফদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার হিফজ বিভাগের প্রধান হাফিজ মোস্তাক আহমেদ, মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি মাওলানা মাসহুদ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। তাদের উপস্থিতিতে উদ্বোধনী পর্বটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজকদের বক্তব্যে জানানো হয়, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিয়মিতভাবেই এমন সেবামূলক কর্মসূচি আয়োজন করা হবে। তরুণদের এই উদ্যোগ মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তারা।
অতিথিবৃন্দ এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের দীর্ঘমেয়াদি সাফল্য কামনা করেন। নির্ধারিত সময় পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সফলভাবে শেষ হয় দিনব্যাপী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প।