
শেরপুর জেলার শ্রীবরদী পৌরসভার মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক ও অসুস্থ ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। আজ ১০ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নারী নেত্রীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।

প্রধান বক্তা ছিলেন তাঁর সহধর্মিণী ফরিদা হক দিপা এবং জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম।
উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাবেক সাংসদ রুবেলের একমাত্র কন্যা রুবাইদা হক রিমঝিম।
এ ছাড়া উপজেলা, পৌর ও ওয়ার্ড পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ বৈঠকে অংশ নিয়ে নির্বাচনি প্রস্তুতি ও করণীয় বিষয়ে মতবিনিময় করেন।