
উপদেষ্টা পরিষদের অনুমোদনের পর প্রজ্ঞাপনের মাধ্যমে সাধারণ ও নির্বাহী আদেশভিত্তিক ছুটিসহ ধর্মীয় উৎসবের ছুটির তালিকা নিশ্চিত
ঢাকা, ৯ নভেম্বর ২০২৫:
সম্প্রতি উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর সরকার ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনের অনুযায়ী, নতুন বছরে সাধারণ ছুটি থাকবে ১৪ দিন, এবং নির্বাহী আদেশের মাধ্যমে আরও ১৪ দিনের ছুটি থাকবে।
ঐচ্ছিক ছুটির তালিকা (ধর্ম অনুযায়ী):
মুসলিম পর্ব: ৫ দিন
হিন্দু পর্ব: ৯ দিন
খ্রিস্টান পর্ব: ৮ দিন
বৌদ্ধ পর্ব: ৭ দিন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কর্মচারী: ২ দিন
প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাহী আদেশ ও সাধারণ ছুটি মিলিয়ে মোট ২৮ দিনের ছুটি, যার মধ্যে ৯ দিন শুক্র ও শনিবার পড়েছে। সুতরাং, ২০২৬ সালের মূল ছুটি হবে ১৯ দিন।
আগামী ছুটির সংক্ষিপ্ত তথ্য:
১৬ ডিসেম্বর, মঙ্গলবার – বিজয় দিবস
২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার – বড়দিন (খ্রিস্টান)
উল্লেখ্য, চলতি নভেম্বরে কোনো সরকারি ছুটি নেই। তবে ডিসেম্বরে আরও দুটি সরকারি ছুটি থাকবে।
এছাড়া, চাকরিজীবীদের জন্য সরকারি ছুটির সুবিধা আরও বাড়বে, যার মধ্যে টানা ৩ দিনের ছুটির সুযোগ থাকছে।
[২০২৬ সালের সরকারি ছুটির সম্পূর্ণ তালিকা দেখতে এখানে ক্লিক করুন]