
রাজবাড়ী ২, নভেম্বর ২০২৫: রবিবার দুপুরে জেলা স্বেচ্ছাসেবকদল জেলা প্রশাসক সুলতানা আক্তারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেছে। স্মারকলিপিতে তারা দাবি করেছে যে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু শামা মোঃ ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে যে পদোন্নতি প্রদান করা হয়েছে তা বাতিল ও দ্রুত গ্রেপ্তার করা হোক।

স্মারকলিপি প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমান; উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারা বলেন, তুহিনুর রহমানকে ২০১৪ সালের ১২ জানুয়ারি অপহরণ ও নির্যাতন করা হয়েছিল—সঙ্গে ১০ লক্ষ টাকার চাঁদা আদায়ের চেষ্টা করা হয় বলে তাদের অভিযোগ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে ওই অভিযোগ সংক্রান্ত বিভিন্ন মামলা ও চিকিৎসার কথাও।
জেলা স্বেচ্ছাসেবকদল দাবি করেছে যে গত ২৫ আগস্ট বালিয়াকান্দি আমলী আদালতে সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম, বালিয়াকান্দি থানার সাবেক ওসি আবু শামা মোঃ ইকবাল হায়াতসহ ১০জনকে আসামী করে মামলা দায়ের করা হয়; মামলাটি ৩০ আগস্ট বালিয়াকান্দি থানায় রেকর্ড হয়। তবুও গত ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার জরিপে ইকবাল হায়াতকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়া হয়েছে—যা বাতিলের দাবি স্মারকলিপিতে করা হয়েছে।
স্বেচ্ছাসেবকদলের নেতারা বলেন, যদি দ্রুত পদোন্নতি বাতিল ও গ্রেপ্তার না করা হয় তবে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।