হাল্ট প্রাইজ কুবির উদ্যোগে “ইন্ট্রোডাকশন টু হাল্ট প্রাইজ” শীর্ষক সেশন অনুষ্ঠিত - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী ভারত ছাড়তে তড়িঘড়ি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল

হাল্ট প্রাইজ কুবির উদ্যোগে “ইন্ট্রোডাকশন টু হাল্ট প্রাইজ” শীর্ষক সেশন অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৬৫ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তর্জাতিক প্রতিযোগিতার অন ক্যাম্পাস সংস্থা হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে “ইন্ট্রোডাকশন টু হাল্ট প্রাইজ” শীর্ষক একটি সেশন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনার কক্ষে এই সেশনটি অনুষ্ঠিত হয়।
সেশনের আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হোস্টিং ডট কম এর ওয়ার্ডপ্রেস কন্ট্রিবিউশান আহমেদ কবির চয়ন, হাল্ট প্রাইজ ফাউন্ডেশনের ন্যাশনাল কোর্ডিনেটর মোঃ আমিনুল ইসলাম এবং ন্যাশনাল কমিটি কোর্ডিনেটর মোঃ আবিদ শাহরিয়া। এছাড়া উপস্থিত ছিলেন হাল্ট প্রাইজ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আবদুল মাজেদ পাটোয়ারী।কার্যনির্বাহী কমিটির সকল সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১০০জন শিক্ষার্থী।
সেশনে হাল্ট প্রাইজের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা হাল্ট প্রাইজের সূচনা থেকে শুরু করে প্রতিযোগিতার ধাপগুলো, টিম গঠনের প্রক্রিয়া ইত্যাদি আলোচনা করে। এছাড়াও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) কীভাবে হাল্ট প্রাইজের মূল কাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে এবং প্রতিটি লক্ষ্যমাত্রা কীভাবে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তার মাধ্যমে বাস্তবায়িত হতে পারে— সে বিষয়েও বিশদ ব্যাখ্যা দেওয়া হয়। হাল্ট প্রাইজ শিক্ষার্থীদের শুধু প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগই দেয় না; বরং তাদের নেতৃত্ব, উদ্ভাবন, দলগত কাজ, সমস্যা সমাধান ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে প্রকৃত অর্থে ক্ষমতায়িত করে।
হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ আবদুল মাজেদ পাটোয়ারী বলেন, ‘ হাল্ট আমাদের বিশ্ববিদ্যালয়কে রিপ্রেজেন্ট করার একটা চমৎকার সুযোগ তৈরি করে। গতবার আমাদের হাল্টের একটা টিম তাদের আইডিয়া নিয়ে বাইরের দেশে যাওয়ার সুযোগ পেয়েছিল, তাদের আইডিয়া ছিল বাঁশ থেকে ব্যান্ডেজ তৈরি নিয়ে। আইডিয়াটা খুবই চমৎকার। এসব চমৎকার আইডিয়া নিয়ে কাজ করতে পারাটাও ভালো, তবে তোমরা সবাই স্টুডেন্ট তোমাদের লক্ষ্য থাকে ভালো একটা ফলাফল নিয়ে পড়াশোনা শেষ করা। এজন্য তোমাদের অনেক ব্যস্ততা থাকে। আমি এটা আশা করছি যে তোমরা আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে অনেক উঁচুতে নিয়ে যাবে, আমাদের বাংলাদেশকে উঁচুতে নিয়ে যাবে। তোমাদের আগ্রহ, কাজ এবং পরিশ্রম দিয়ে বাংলাদেশ একদিন বিশ্বের একটি ধনী রাষ্ট্রে পরিণত হবে।  ‘
সেশন সম্পর্কে হাল্ট প্রাইজ, কুবির ক্যাম্পাস ডিরেক্টর আনিকা তাবাসসুম সাদিয়া বলেন, ‘এবারের হাল্ট প্রাইজ এর উদ্দেশ্য হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জানানো যে তারা এসডিজির যে সতেরোটি গোল এবং লক্ষ্যমাত্রা এগুলো তারা কীভাবে এলাইন করবে। এবং সেইসাথে আজকে এনাউন্সমেন্ট ও হয়ে গেছে দ্বিতীয় রাউন্ড  ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে  এবং ৩ জানুয়ারি অন ক্যাম্পাস রাউন্ডের গ্র্যান্ড ফিনালে হবে।  আজকের আয়োজনের মূল উদ্দেশ্য যাতে শিক্ষার্থীরা হাল্ট সম্পর্কে জানতে পারে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT