বরগুনায় বিএসএস মহাকাশ ক্যাম্পে রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী ভারত ছাড়তে তড়িঘড়ি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পশ্চিমবঙ্গে বেওয়ারিশ কুকুরের প্রহরায় বেঁচে গেল পরিত্যক্ত নবজাতক

বরগুনায় বিএসএস মহাকাশ ক্যাম্পে রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো

রাবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২২ বার দেখা হয়েছে
বরগুনায় অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘বিএসএস মহাকাশ ক্যাম্প ২০২৫’- এ অংশ নিয়ে বিজ্ঞানপ্রেমীদের মন জয় করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাব। বরগুনা সায়েন্স সোসাইটির আয়োজনে শুক্রবার (৩১ অক্টোবর) থেকে শনিবার (১ নভেম্বর) পর্যন্ত বরগুনা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এ মহাকাশ ক্যাম্পে রাবি সায়েন্স ক্লাব প্রদর্শন করে ব্যতিক্রমধর্মী সায়েন্স শো।
প্রদর্শনীতে ক্লাবের সদস্যরা দর্শকদের সামনে উপস্থাপন করেন আকর্ষণীয় ১০টিরও বেশি বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট, যার মধ্যে ছিল ‘লেজি বল’, ‘সিংগিং পাইপ’, ‘দৈত্যের ধোঁয়া’ ও ‘ভ্যানিশিং গ্লাস’- এর মতো চমকপ্রদ প্রদর্শনী। প্রতিটি পরীক্ষার পর অনুষ্ঠিত তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্ব শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি করে গভীর আগ্রহ ও কৌতূহল।
প্রায় এক হাজারেরও বেশি শিক্ষার্থী, শিক্ষক ও দর্শক উপস্থিত ছিলেন এ সায়েন্স শোতে। বরগুনা সরকারি কলেজের এক শিক্ষার্থী অনুভূতি জানিয়ে বলেন, “রাবি সায়েন্স ক্লাবের এই সায়েন্স শো ছিল একেবারে ব্যতিক্রমধর্মী। আমরা বইয়ের পাতায় যে বিজ্ঞান দেখি, আজ সেটার জীবন্ত রূপ দেখলাম।”
এসময় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রাবি সায়েন্স ক্লাবের সদস্যরা সবাইকে আসন্ন ‘৯ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা’- তে যোগ দেওয়ার আন্তরিক আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের চার সদস্যের প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুলাইমান। অন্যান্য সদস্য ছিলেন প্রচার সম্পাদক মাহমুদুল হক ভূইয়া, সমাজকল্যাণ সম্পাদক মো. সাব্বির আহম্মেদ এবং সদস্য মোহাম্মদ সোহান তানভীর।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT