কুবিতে 'প্রভাতী'র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী

কুবিতে ‘প্রভাতী’র উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সামাজিক সংগঠন ‘প্রভাতী’র উদ্যোগে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে দিনব্যাপী এ ক্যাম্পেইন হয়েছে।
ক্যাম্পেইনের সহযোগিতায় ছিলেন ইস্টার্ন মেডিক্যাল কলেজ। দিনব্যাপী এই ক্যাম্পেইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১৫শ জন বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়–গাইনি, মনোরোগ ও কাউন্সেলিং, চর্ম, দাঁতের চিকিৎসা এবং মেডিসিন এই পাঁচটি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
ক্যাম্পেইনটি পরিদর্শনে এসে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘আজ প্রভাতী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো একটি উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীরা স্বাস্থ্য বিষয়ে ফ্রি চিকিৎসা পাচ্ছে। আমরা প্রত্যাশা করি ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে হবে। সে জন্য যতটুকু সহযোগিতা প্রয়োজন, আশা করি আমরা পাশে থাকবো।’
চিকিৎসা সেবা নিতে আসা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আক্তার শিমু বলেন, ‘আজকে যে মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে এটা খুব ভালো ছিলো। আমি কয়েকটা জায়গায় দেখালাম উনাদের ব্যবহার ও পরামর্শ খুব ভালো ছিলো। আমি মনে করি এই ধরনের আয়োজন বেশি বেশি দরকার।’
ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মেহেদি হসান বলেন, ‘আজকে প্রভাতী কর্তৃক যে মেডিক্যাল ক্যাম্পেইনটি আয়োজন করা হয়েছে, এটা আসলে খুব ভালো ছিল। আমি দুই জায়গায় দেখিয়েছি। ডাক্তারদের পরামর্শ খুব ভালো ছিলো।’
প্রভাতী’র আহ্বায়ক আহমেদ আব্দুল্লাহ তারেক বলেন, ‘প্রভাতী কর্তৃক আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং ২০২৫ এর মূল লক্ষ্য ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত সেবা না থাকায় আমরা শিক্ষার্থীদের মৌলিক অধিকার হিসেবে স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে প্রভাতী প্রতিষ্ঠা করেছি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পেয়েছি। ভবিষ্যতেও প্রভাতী শিক্ষার্থীদের মৌলিক অধিকার, চিকিৎসা ও নিরাপত্তা নিয়ে কাজ করে যাবে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT