শেরপুরে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভারতের আসামে কংগ্রেস নেতার ‘বাংলাদেশের জাতীয় সঙ্গীত’ গাওয়ায় রাজনৈতিক বিতর্ক নির্বাচন বানচালের চেষ্টা হবে — প্রধান উপদেষ্টার সতর্কবার্তা শেখ হাসিনাকে ‘একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় খুনি’ বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দিলে ‘লাখো মানুষ ভোট বর্জন করবে’ — দিল্লি থেকে শেখ হাসিনা শেরপুরে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি কুবিতে হাল্ট প্রাইজ অন ক্যাম্পাস রাউন্ডের রেজিস্ট্রেশন শুরু জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের তথ্য চেয়েছে কুবি প্রশাসন  আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন আইসিইউতে জিকির করতে করতে শেষ নিশ্বাস ত্যাগ করেন হাফেজ ত্বকী

শেরপুরে পরকীয়ার সন্দেহে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৭ বার দেখা হয়েছে

স্ত্রীর সঙ্গে বড় ভাইয়ের সম্পর্কের সন্দেহে ধারালো রামদা দিয়ে একাধিক কোপ; হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহে শেরপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুনের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি কান্দাশেরী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতের নাম একাব্বর মিয়া (২৮)। তিনি ওই এলাকার মৃত হায়দার আলীর দ্বিতীয় স্ত্রীর সন্তান। অভিযুক্ত ছোট ভাই ফারুক মিয়া একই বাবার তৃতীয় স্ত্রী মুসেদার ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক মিয়া তার স্ত্রী মাকসুদা বেগমের সঙ্গে বড় ভাই একাব্বরের পরকীয়া সম্পর্ক আছে—এমন সন্দেহে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে একই বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর ফারুক ক্ষিপ্ত হয়ে ঘরের ভেতরেই বড় ভাই একাব্বরকে ধারালো রামদা দিয়ে একাধিক কোপ দেন।

রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা একাব্বরকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা আশঙ্কাজনক অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে তার মৃত্যু হয়।

অভিযুক্তের স্ত্রী মাকসুদা বেগম পরকীয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার স্বামী নেশাগ্রস্ত অবস্থায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. প্রমা বলেন, “সকালে একাব্বরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের ক্ষত ও অতিরিক্ত রক্তক্ষরণ ছিল। প্রাথমিক চিকিৎসার পর দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়।”

এদিকে একাব্বরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, “এটি পারিবারিক দ্বন্দ্বের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কাউকে আটক করা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT