
মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিক মনে করেন, ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া উচিত যুক্তরাষ্ট্রের। বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণা সংস্থা ইপসোস পরিচালিত সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৫৯ শতাংশ মার্কিন নাগরিক এ মতামত দিয়েছেন। এর বিপক্ষে অবস্থান নিয়েছেন ৩৩ শতাংশ, আর বাকি অংশ উত্তর দিতে অনিশ্চিত ছিলেন বা কোনো মত দেননি।
ছয় দিনব্যাপী পরিচালিত এই জরিপটি গত সোমবার শেষ হয়। এতে দেখা যায়, রিপাবলিকান পার্টির ৫৩ শতাংশ সমর্থক ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিরোধিতা করেছেন, তবে ৪১ শতাংশ রিপাবলিকান এর পক্ষে মত দিয়েছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র ব্রিটেন, কানাডা, ফ্রান্স ও অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। তবে ইসরাইল এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে।
২০২৩ সালের অক্টোবরে হামাস ইসরাইলে হামলা চালানোর পর ইসরাইল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে, যা দুই বছর ধরে চলছে। জরিপে অংশ নেওয়া প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, গাজায় ইসরাইলের প্রতিক্রিয়া “অত্যধিক” ছিল; অপরদিকে ৩২ শতাংশ এ মতের বিরোধিতা করেছেন।
জরিপে আরও দেখা গেছে, যদি বর্তমান সংঘাতের মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি বা শান্তি স্থাপন সফল হয়, তবে ৫১ শতাংশ উত্তরদাতা মনে করেন ট্রাম্প “উল্লেখযোগ্য কৃতিত্বের যোগ্য” হবেন। তবে ৪২ শতাংশ এ বিষয়ে দ্বিমত পোষণ করেছেন।
যদিও ট্রাম্পের সামগ্রিক কর্মক্ষমতা নিয়ে সন্তুষ্ট নন বেশিরভাগ নাগরিক, তবু প্রতি চারজনের একজন মনে করেন, শান্তি স্থাপনে সাফল্য পেলে ট্রাম্পের প্রশংসা প্রাপ্য।