বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা

মো রিফাত খান , বুটেক্স প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৫ বার দেখা হয়েছে

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যারিয়ার ক্লাবের ২০২৫-২৬ সেশনের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী মো. তানবীরুল ইসলাম জিয়ান সভাপতি এবং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের একই ব্যাচের শিক্ষার্থী মো. সাহরিয়ার আলম পাবেল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

রবিবার (১২ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দীন আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন।

নতুন কমিটিতে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম আহমেদ। সহ-সভাপতি পদে রয়েছেন তাসকিয়া আহমেদ রূপন্তী, ইকবাল হাসান মাহমুদ সাজিদ, আরাফ আলম, জান্নাতুল মাওয়া ইমু এবং মো. রেদওয়ানুর তাজিম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক মশিউর রহমান খান এবং ক্লাবের মডারেটর মামুন কবির।

উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দীন বলেন, “বার্ষিক সভার মাধ্যমে কমিটি ঘোষণা অত্যন্ত ইতিবাচক একটি দিক। আশা করা যায় নতুন কমিটি দায়িত্বশীলতার সঙ্গে তাদের কাজ সম্পন্ন করবে।”

নবনির্বাচিত সভাপতি মো. তানবীরুল ইসলাম জিয়ান বলেন, “ক্যারিয়ার ক্লাব সর্বদা ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। আমরা আগের কমিটির ধারাবাহিকতা বজায় রেখে আরও কার্যকর ভূমিকা রাখতে চাই।”

সাধারণ সম্পাদক মো. সাহরিয়ার আলম পাবেল বলেন, “বুটেক্স ক্যারিয়ার ক্লাব ক্যাম্পাসে সবার মাঝে যে প্রত্যাশা তৈরি করেছে, আমরা সেটি পূরণে সচেষ্ট থাকব।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT