চলতি বছরের হজ কোটার বড় অংশ খালি থাকার আশঙ্কা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাবিতে প্রাণ রসায়ন বিভাগের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি ঘোষণা বিদেশে নতুন আগত বাংলাদেশিদের প্রতি অমানবিক আচরণ বন্ধের আহ্বান জানিয়েছেন ফজলে এলাহী সাবেক সেনাকর্মকর্তার জবানিতে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর প্রকৃত চিত্র কাতার–সৌদি মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে সংঘাত ‘আপাতত স্থগিত’ করল আফগানিস্তান পাকিস্তান আবারও আফগান সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে আফগান বাহিনী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বালিয়াকান্দিতে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাস করতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক কুবির তিন শিক্ষার্থী নোবিপ্রবি মডেল ইউনাইটেড নেশনস কনফারেন্সে পুরস্কার জয়ী রাজবাড়ীর কালুখালীর গুণী সংগীতশিল্পী জাহিদ হাসানের মৃত্যু

চলতি বছরের হজ কোটার বড় অংশ খালি থাকার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৪৩ বার দেখা হয়েছে
ওমরাহ ভিসা,বাংলাদেশি যাত্রীরা, সৌদি কর্তৃপক্ষ, সৌদি রাষ্ট্রদূত, ভিসা নিয়ন্ত্রণ, ধর্ম বিষয়ক উপদেষ্টা, ভিসা ইস্যু, ওমরাহ যাত্রী, ঢাকা, বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, রমজান মাস, এজেন্সির প্রতিনিধির পরামর্শ, হজ ও ওমরাহ এজেন্সি, মাজারে হামলা, সিসিটিভি, ধর্ম মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারি ঘোষণার আপডেট, বাংলাদেশের পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতন, টিকিট ফেরত

চলতি বছরের হজ কোটার একটি বড় অংশ খালি থেকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নিবন্ধনের সময়সীমা আজ শেষ হচ্ছে,  তবে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।

হজ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টা পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৯১২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৯ হাজার ১০৫ জনসহ মোট ২২ হাজার ১৭ জন হজযাত্রী নিবন্ধন সম্পন্ন করেছেন। অথচ চলতি বছর বাংলাদেশের জন্য হজের কোটা নির্ধারণ করা হয়েছে এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের।

সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী, আজ রোববার (১২ অক্টোবর) হজ নিবন্ধনের শেষ দিন। এমন পরিস্থিতিতে দ্রুত নিবন্ধন সম্পন্ন করতে হজ এজেন্সিগুলোকে তাগিদ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। হজযাত্রীদের সুবিধার্থে শনিবারও হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকগুলোর শাখা খোলা রাখা হয়।

ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো এক তাগিদপত্রে জানানো হয়েছে, সৌদি সরকারের রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ১২ অক্টোবর শেষ হবে। কিন্তু এখন পর্যন্ত তালিকাভুক্ত ৩২৯টি হজ এজেন্সি কোনো নিবন্ধনই করেনি।

‘হজ প্যাকেজ ও গাইডলাইন ২০২৬’-এর শর্ত অনুযায়ী প্রতিটি এজেন্সিকে ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। যৌক্তিক কারণ ছাড়াই এই শর্ত পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে মন্ত্রণালয়। এছাড়া আরও ৪৮টি এজেন্সি কোনো প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধনই করেনি বলে জানানো হয়।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “অনেকে সম্প্রতি ওমরাহ পালন করায় হজে আগ্রহ কম দেখাচ্ছেন। অনেকের ভুল ধারণা—ওমরাহ করলে আর হজ করার প্রয়োজন নেই—এ কারণেও সাড়া কিছুটা কম।”

তবে তিনি আশা প্রকাশ করেন, শেষ মুহূর্তে নিবন্ধনের সংখ্যা বাড়বে। কারণ এবারের প্রক্রিয়াটি আগেভাগে শুরু হওয়ায় অনেকেই বিষয়টি বুঝে উঠতে পারেননি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ২৬ মে সৌদি আরবে অনুষ্ঠিত হবে পবিত্র হজ।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT