চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় হোন্ডা আয়োজিত কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিইসি কনভেনশন হলের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আর্টসেল ব্যান্ড মঞ্চে উঠলে কয়েকজন যুবক ‘শেখ হাসিনা’ ও ‘জয় বাংলা’ স্লোগান দিলে অন্য পক্ষের সঙ্গে তাদের তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং কনসার্ট এলাকায় ভাঙচুর ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও শর্টগান দিয়ে গুলি চালায়। এতে খুলশির ডেবারপাড় এলাকার মো. শরিফ (২৩) গুলিবিদ্ধ হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, শরিফ গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি হয়েছেন। তবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) শ্রীমা চাকমা জানান, কিছু উশৃঙ্খল তরুণ ভাঙচুর করায় পুলিশ বাধ্য হয়ে আট রাউন্ড শর্টগানের গুলি ছোঁড়ে। কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি।
ঘটনার পর পুরো জিইসি এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয়দের দাবি, শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া থেকেই সংঘর্ষের সূত্রপাত হয়।